ক্যামিলার পর এবার জিজি হাদিদের দিকে নজর লিওনার্দো ডিক্যাপ্রিওর?
অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও আমেরিকান মডেল-অভিনেত্রী ক্যামিলা মোরনের বিচ্ছেদের কথা এতদিনে সবারই জানা। বিচ্ছেদের কারণ সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও, ডিক্যাপ্রিও '২৫- এর বাধা' পেরোতে পারেননি বলে বেশ ট্রলও হয়ে গেছে ইন্টারনেট দুনিয়া। কিন্তু সম্প্রতি জানা গেছে, নতুন প্রেমের প্রস্তুতি নিচ্ছেন 'টাইটানিক' তারকা!
সূত্রের বরাত দিয়ে ইউএস উইকলি জানিয়েছে, ৪৭ বছর বয়সী লিওনার্দো ডিক্যাপ্রিওর নজর এখন ২৭ বছর বয়সী মডেল জিজি হাদিদের দিকে!
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যে, "লিওর মনোযোগ এখন জিজি হাদিদের দিকে, কিন্তু জিজির দিক থেকে আগ্রহ দেখা যায়নি। তারা দুজন বন্ধু কিন্তু তিনি তিনি (জিজি) এখনই লিওর সাথে রোমান্টিক সম্পর্কে যেতে চান না।"
এদিকে ডিক্যাপ্রিওর সাথে ২৫ বছর বয়সী ক্যামিলার বিচ্ছেদ প্রসঙ্গে ওই সূত্র জানায়, "লিও এবং ক্যামিলা দুজন দুজনকে নিয়ে আর সুখী হতে পারছিলেন না। মধুচন্দ্রিমা পর্ব শেষ, এখন দুজনের আনন্দের আমেজও শেষ।"
গত মাসেই ভিন্ন আরেকটি সূত্রে জানা গিয়েছিল, ক্যামিলা মোরনকে ছাড়াই বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, ছুটি কাটাচ্ছেন ডিক্যাপ্রিও। ক্যামিলার চেয়ে বরং টোবি ম্যাকগুয়ের এবং জেমি ফক্সের মতো বন্ধুবান্ধবদের সাথেই বেশি সময় কাটাচ্ছেন 'দ্য রেভেন্যান্ট' খ্যাত অভিনেতা।
২০১৮ সালে কলোরাডোতে এক সফরে পরিচয় হয় লিওনার্দো ডিক্যাপ্রিও ও ক্যামিলা মোরনের। দুজনেই সম্পর্কের কথা বেশ কিছুদিন গোপন রাখলেও, ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া সাক্ষাতকারে তাদের সম্পর্কের কথা প্রকাশ করেন ক্যামিলা। তাদের সম্পর্ক এবং দুজনের মধ্যে ২২ বছররের বয়সের পার্থক্য নিয়ে গণমাধ্যমের ব্যাপক চর্চা নিয়ে তিনি বিরক্ত, সেটিও জানিয়েছিলেন এই মডেল।
এদিকে পিপলস ম্যাগাজিন জানিয়েছে, বিচ্ছেদের পরেও বেশ স্বাভাবিকই দেখা গেছে ক্যামিলাকে। তার খোঁজখবর রাখার মতো ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও রয়েছে তার এবং এই মুহূর্তে ডিক্যাপ্রিওর সাথে কোনো যোগাযোগ নেই তার।
এদিকে ২০২১ সালের অক্টোবরে ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্য জেইন মালিকের সাথে বিচ্ছেদ হয় জিজি হাদিদের। সাবেক এই জুটির ঘরে এক কন্যাসন্তান রয়েছে।
রোমান্টিক জীবনের বাইরে নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন জিজি হাদিদ। সম্প্রতি নিজের নিটওয়্যার লাইন 'গেস্ট ইন রেসিডেন্ট' চালু করেছেন তিনি। এবছর 'নেক্সট ইন ফ্যাশন'-এ একজন সহ-উপস্থাপিকা হিসেবেও তার নাম ঘোষণা করা হয়েছে।
সূত্র: এলি ম্যাগাজিন