‘হাড্ডি’র পোস্টারে বড় চমক দিলেন নওয়াজ
ঝলমলে ধূসর পোশাক। তির্যক ভঙ্গিতে সিংহাসনে বসে তিনি। চোয়ালের রেখায় বিরক্তির সঙ্গে মিশে রয়েছে আক্রোশ। কে তিনি? তিনি আর কেউ নন, নওয়াজউদ্দিন সিদ্দিকী।
নারীর বেশে বসে থাকা নওয়াজের এই ভাইরাল ছবিটি তার আগামী ছবি 'হাড্ডি'-র ঝলক।
মঙ্গলবার নির্মাতারা ফার্স্ট লুক প্রকাশ্যে আনতেই হইচই পড়ে গেছে এই ছবি নিয়ে। অক্ষত অজয় শর্মা পরিচালিত ছবিটির শ্যুটিং সদ্যই শুরু হয়েছে। মুক্তি পাবে ২০২৩ সালে।
নওয়াজউদ্দিনকে এমন রূপে আগে দেখা যায়নি। 'হাড্ডি' আসলে প্রতিশোধভিত্তিক গল্পের ছবি।
পোস্টারে নওয়াজউদ্দিনের চেহারা দেখে চিত্রনাট্য বোঝার উপায় নেই। তবে দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছেন 'নারী'-রূপী নওয়াজ।
বলিউডের জি স্টুডিও এবং অনিন্দিতা স্টুডিওর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে 'হাড্ডি'।
নওয়াজউদ্দিন এই ছবিতে তার চরিত্র সম্পর্কে বলেছেন, ''আমি বিভিন্ন আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছি, তবে 'হাড্ডি' সম্পূর্ণ আলাদা। বিশেষ চরিত্র হতে চলেছি। এমন চেহারায় এমন ভূমিকায় আমাকে আগে কেউ দেখেনি। অভিনেতা হিসেবেও আমার উত্তরণ হবে।''
নওয়াজউদ্দিনকে শেষবার পর্দায় খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল 'হিরোপান্তি ২'-এ, যা গত এপ্রিলে মুক্তি পেয়েছে।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা