'গ্রামে পানি নেই, তবুও 'লগন'-এর ভুবন প্রতিদিন শেভ করে', নিজের সিনেমার সমালোচনায় আমির!

বিনোদন

হিন্দুস্তান টাইমস  
10 August, 2022, 11:20 am
Last modified: 10 August, 2022, 12:02 pm
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমিরকে প্রশ্ন করা হয়, 'লগন'-এর রিমেক করলে কোন বিষয়গুলো পাল্টাতে চাইবেন। অভিনেতা জবাব দেন, "আমি সত্যিই আবার আশুতোষকে জোর দিয়ে বলবো, ভুবন যেন দাড়ি-গোঁফ না কাটে।"

বলিউড অভিনেতা আমির খানের অভিনয় জীবনের অন্যতম মাইলফলক হয়ে আছে তার অভিনীত চলচ্চিত্র 'লগন'। ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে তৈরি কাল্পনিক কাহিনির ভিত্তিতে তৈরি এই চলচ্চিত্র ২০০১ সালে মুক্তি পাওয়ার পর বক্স অফিস কাঁপিয়েছিল। এমনকি অস্কারের দৌড়েও দারুণ চমক দেখিয়েছিল 'লগন'।

বহু দর্শক-সমালোচক 'লগন'কে আমিরের সেরা সিনেমা হিসেবে অভিহিত করেন। তবে এই সিনেমার এমন কিছু বিষয় রয়েছে যা আমির নিজেই পছন্দ করেন না। 'মিস্টার পারফেকশনিস্ট' মনে করেন এই ছবির সবকিছু নিখুঁত ছিল না।

সাম্প্রতিক এক কথোপকথনে আমির খান জানিয়েছেন, তিনি চাননি ভুবনকে (আমির অভিনীত চরিত্র) ছবিতে দাড়ি-গোঁফ ছাড়া দেখা যাক। কিন্তু কেন ভুবনের এই লুকে আপত্তি আমিরের?

আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই চলচ্চিত্রে আমির ছাড়াও গ্রেসি সিং, ব্রিটিশ অভিনেতা পল ব্ল্যাকথর্ন এবং র‍্যাচেল শেলি অভিনয় করেছিলেন। পরাধীন ভারতের গুজরাটের চম্পারণের ছেলে ভুবন ও তার গ্রামবাসীদের গল্প বলে এই ছবি। বৃষ্টি না হওয়ায় কর দিতে অক্ষম গ্রামবাসীরা। ভুবন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ব্রিটিশদের যে তাদের খেলা ক্রিকেটে তাদেরকেই হারাবে। এর পরিবর্তে পুরো গ্রামের কর মওকুফ করে দিতে হবে ব্রিটিশদের। কিভাবে ক্রিকেট ম্যাচে জয়ী হয় ভুবন ও তার দল, তা নিয়েই এই ছবি। অবশ্যই সেই ম্যাচের 'ম্যান অফ দ্য ম্যাচ' ছিলেন ভুবন!

আইএমডিবি-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমিরকে প্রশ্ন করা হয়, 'লগন'-এর রিমেক করলে কোন বিষয়গুলো পাল্টাতে চাইবেন। অভিনেতা জবাব দেন, "আমি সত্যিই আবার আশুতোষকে জোর দিয়ে বলবো ভুবন যেন দাড়ি-গোঁফ না কাটে। আমি তাকে জোর করেছিলাম, আমি বলেছিলাম, এখানে পানি নেই, বৃষ্টি হয়নি। মানুষ কষ্ট পাচ্ছে এবং এই লোকটি প্রতিদিন শেভ করে। ভুবনের কাছে নিশ্চয়ই পানির গোপন সাপ্লাই আছে!"

পরিচালক আশুতোষকে শ্যুটিংয়ের সময়ই আমির এই পরামর্শ দিলেও পরিচালক মেনে নেননি। খানিকটা আক্ষেপ নিয়েই আমির বলেন, "কিন্তু কোনো না কোনো কারণে, আশুতোষ আমাকে একটা বিশেষ লুকেই চেয়েছিলেন। তিনি আমাকে ক্লিন-শেভেন লুকেই পছন্দ করেছিলেন এবং সেটার উপর জোর দিয়েছিলেন। কিন্তু আমার কাছে এটা খুব বেমানান ছিল। তাই আবার যদি 'লগন' নির্মাণ করা হয়, আমি পরিচালকের কাছে এবার জোর দিয়ে বলবো- সময়ের সঙ্গে সঙ্গে এবার নিজেদের ভাবনা বদলানো উচিত।" 

'লগন' যে শুধু সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল তা নয়; ২৫ কোটি রূপি বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে ৬৬ কোটি রূপি আয় করেছিল। আপতত 'লাল সিং চাড্ডা'র মুক্তির জন্য কোমর বেঁধে প্রস্তুত হচ্ছেন আমির।

১৯৯৪ সালের অস্কার জয়ী চলচ্চিত্র 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল হিন্দি রিমেক এটি। অদ্বৈত চন্দন পরিচালিত 'লাল সিং চাড্ডা'তে আমিরের নায়িকা কারিনা কাপুর খান। এছাড়াও অভিনয় করেছেন মোনা এবং নাগা চৈতন্য। আগামী ১১ই আগস্ট মুক্তি পাবে এই ছবি।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.