‘সুশান্তের মতো আত্মহত্যা করবে মোহিত’, গুজব ছড়ানোয় ভারতীয় অভিনেত্রীর বিরুদ্ধে মামলা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
07 June, 2021, 09:10 pm
Last modified: 07 June, 2021, 09:16 pm
'দেব কে দেব- মহাদেব' খ্যাত অভিনেতা মোহিত রায়না গত এপ্রিলেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে, তেলুগু ছবির স্ট্রাগলিং অভিনেত্রী হিসাবেই পরিচিত সারা শর্মা।

'দেব কে দেব- মহাদেব' খ্যাত অভিনেতা মোহিত রায়না এবার মামলা দায়ের করলেন তার নামে মিথ্যা গুজব রটানোর জেরে। উঠতি অভিনেত্রী সারা শর্মা এবং তার বন্ধু প্রবীণ শর্মা, আশিব শর্মা ও মিথিলেশ তিওয়ারির নামে বোরিভালি আদালতের নির্দেশ মেনে মামলা রুজু করেছে গোরেগাঁও পুলিশ থানা।

সোশ্যাল মিডিয়ায় 'মোহিত বাঁচাও' নামে রীতিমতো একটি প্রচারণা চালাচ্ছিলেন তারা।

সোশ্যাল মিডিয়া পোস্টে সারা শর্মা ও তার বন্ধুরা দাবি করেন, মোহিত রায়নার জীবন সংকটে এবং মোহিতেরও নাকি সুশান্ত সিং রাজপুতের মতো পরিণতি হবে- এমন প্রচার চালাচ্ছিলেন তারা। যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। এরপর মোহিত ও তার পরিবারের মানুষজন স্পষ্ট করে জানান, অভিনেতা একদম সুস্থ রয়েছেন।

সারা শর্মা। ছবি: সংগৃহীত

তবে এই ঘটনাকে একবারেই হালকাভাবে নেননি মোহিত। বোরিভালি আদালতে তিনি অভিযোগ দায়ের করেন। ৬ জুন আদালত গোরেগাঁও পুলিশকে এই ঘটনায় মোহিতের অভিযোগ দায়ের করে তদন্তের নির্দেশ দেন।

পুলিশ সারা শর্মা ও অপর তিন অভিযুক্তের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, মিথ্যা তথ্য পরিবেশন এবং টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ এনে মামলা রুজু করেছে। 

মোহিত রায়না এই ব্যাপারে জানান, 'এইটুকু বলতে পারি, আমি আইনিপথে লড়াইয়ে নেমেছি। আমি এই মামলায় স্যুট এবং এফআইআর দুটোই দায়ের করেছি। কিন্তু যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে পারব না। তবে সকলকে ধন্যবাদ জানাতেই চাই আপনাদের সমর্থনের জন্য।'

টিভি সিরিয়ালে মহাদেব চরিত্রে মোহিত রায়না। ছবি: সংগৃহীত

গত এপ্রিলেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। ছোটপর্দার এই পরিচিত মুখ কাজ করেছেন, 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক', 'মিস্টার সিরিয়াল কিলার'-এর মতো ছবিতে। আপতত ডায়না পেন্টির সঙ্গে শিদদত ছবির কাজ সারছেন তিনি।

অন্যদিকে, তেলুগু ছবির স্ট্রাগলিং অভিনেত্রী হিসাবেই পরিচিত সারা শর্মা। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.