হৈ চৈ এর একেন বাবু সিরিজে বাংলাদেশের পাঁচ তারকা

বিনোদন

টিবিএস রিপোর্ট
04 December, 2019, 02:25 pm
Last modified: 04 December, 2019, 02:29 pm
এবারের সিরিজে রয়েছে ঢাকার গল্প।  নামটিও রাখা হয়েছে ঢাকার সঙ্গে যুক্ত করে-একেন বাবু ও ঢাকা রহস্য

কলকাতার জনপ্রিয় স্ট্রিমিং সাইট হৈ চৈ প্রকাশ করেছে একেন বাবু সিরিজের তৃতীয় মৌসুম। 

এবারের সিরিজে রয়েছে ঢাকার গল্প।  নামটিও রাখা হয়েছে ঢাকার সঙ্গে যুক্ত করে-একেন বাবু ও ঢাকা রহস্য। 

এখানেই শেষ নয়। এই সিরিজে অভিনয় করেছেন বাংলাদেশের পাঁচজন অভিনয়শিল্পী। তারা হলেন ইয়াশ রোহান, কাজী নওশাবা আহমেদ, শহীদুল আলম সাচ্চু, জিয়াউল হাসান কিসলু এবং শিমুল খান।

এরইমধ্যে সিরিজটি হৈ চৈ প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। পার্চ পর্বের এই সিরিজটিতে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ বলে জানিয়েছেন অভিনেতা ইয়াশ রোহান।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, “আমরা পুরো শুটিংটা করেছি কলকাতায়। তবে ঢাকায় আউটডোরের কিছু কাজ করা হয়েছে। একটা থ্রিল আছে পুরো গল্পে।”
গল্প প্রসঙ্গে এই অভিনেতা বলেন, সিরিজটি কলকাতায় প্রবল জনপ্রিয়। তবে এবার ঢাকা শহরকে যুক্ত করায় এবং বাংলাদেশের অভিনেত্রীরা যুক্ত হওয়ায় এই দেশের মানুষও খুব আগ্রহ দেখাচ্ছেন। গল্পে থ্রিল অ্যাকশন সবই আছে।

সিরিজে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত কাজী নওশাবা আহমেদ। 

তিনি বলেন, “এটা দারুণ অভিজ্ঞতা। আমার চরিত্রটাও খুবই ভালো। পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয় আমার চরিত্র।”

অভিনেতা শিমুল খান বলেন, “কলকাতার টিমের সঙ্গে কাজ করার বড় সুবিধা হলো তারা খুবই পেশাদার। এমন টিমের সঙ্গে কাজ করা আনন্দের। ভালো লেগেছে।”

সিরিজে একেন বাবু্র পুরো নাম একেন্দ্র সেন। একজন কৌতুকদীপ্ত, মাছে-ভাতে বাঙালী তিনি। সাধারণ গোয়েন্দা গল্প থেকে একেন বাবু অনেক দিক থেকেই আলাদা। সাধারণত গোয়েন্দা চরিত্রের সঙ্গে নায়কোচিত যে ব্যাপারটা লক্ষ্য করা যায় সেটির উপস্থিতি একেন বাবুতে একেবারেই নেই। তাকে বরং আগাথা ক্রিস্টির ‘এর কুল পোয়ারো’ এর সঙ্গে কিছুটা মেলানো যায়। 

একেন বাবু সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। তার সাথে বরাবরের মতো থাকছেন প্রমথ ও বাপি চরিত্রে যথাক্রমে দেবপ্রিয় বাগচী ও সৌম্য ব্যানার্জী। সিরিজটি পরিচালনা করেছেন ‘মানভঞ্জন’-খ্যাত পরিচালক অভিজিৎ চৌধুরী।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.