লাই ডিটেক্টর টেস্ট দিলেন ডুয়া লিপা!

বিনোদন

টিবিএস ডেস্ক
01 August, 2021, 06:15 pm
Last modified: 01 August, 2021, 06:15 pm
'কখনো কি ফ্লার্ট করার উদ্দেশ্যে ভিড়ের মধ্যে থাকা কোনো আকর্ষণীয় পুরুষের চোখে চোখ রেখেছেন?'
ডুয়া লিপা। ছবি: সংগৃহীত

'ভ্যানিটি ফেয়ারে'র আলোচিত লাই ডিটেক্টর টেস্টের কথা হয়তো অনেকেই জানেন। সময়ের জনপ্রিয় গায়িকা ডুয়া লিপাও রেহাই পাননি সেই পরীক্ষার হাত থেকে।

চলতি মাসেই এই লাই ডিটেক্টর টেস্ট দিয়েছেন ২৫ বছর বয়সী এই ব্রিটিশ গায়িকা। চলুন সেই সূত্রে জেনে নেওয়া যাক তার জীবনের কিছু অজানা সত্য।

প্রশ্নকর্তা: আপনি কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন?

ডুয়া লিপা: হ্যাঁ। কিন্তু এখন বরং আমার বুক ধুকপুক করছে! ঠিক আছে, শুরু করা যাক!

প্রশ্নকর্তা: ঘাবড়ানোর কিছু নেই, শুধু সত্যি কথাটা বলবেন।

লিপা: ঠিক আছে। আমি ভয় পাচ্ছি না। 

(লাই ডিটেক্টর যন্ত্র চালু করা হলো)

প্রশ্নকর্তা: আপনার নাম ডুয়া লিপা এবং আপনার বয়স ২৫ বছর?

লিপা: হ্যাঁ।

প্রশ্নকর্তা: আপনি কি এই লাই ডিটেক্টর টেস্টের জন্য প্রস্তুত?

লিপা: হ্যাঁ।

প্রশ্নকর্তা: ঠিক আছে, আপনার ক্যারিয়ার দিয়ে শুরু করা যাক। নিজের প্রথম অ্যালবামের জন্য আপনি ২৪৫টি লাইভ শোতে পারফর্ম করেছিলেন। এটা খুব বেশি ছিল কি?

লিপা: হ্যাঁ, আমি জানি এটা আসলে অনেক বেশিই ছিল। কিন্তু আমি এর কোনো শোয়ের জন্য অনুতাপ করিনি কখনো। তবে কখনো কখনো মনে হয়েছে, আমার শক্তি ফুরিয়ে আসছে। 

প্রশ্নকর্তা: কখনো মঞ্চে পড়ে গিয়েছেন? 

লিপা: না, আমি হোঁচট খেয়েছি অবশ্য; তবে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম। আমি গান গাইতে গাইতে দর্শক-শ্রোতাদের ভিড়ে চলে গিয়েছিলাম; ভীষণ উত্তেজিত ছিলাম। দৌড়ে মঞ্চে ফিরে আসার সময় সিঁড়ির দুয়েক ধাপ মিস করে ফেলি এবং পড়ে যাই। যদিও পরক্ষণেই উঠে দাঁড়িয়ে আবার গান গাইতে শুরু করি। কিন্তু হ্যাঁ, আমি পড়ে গিয়েছিলাম।

ডুয়া লিপা। ছবি: সংগৃহীত

প্রশ্নকর্তা: কখনো নিজের গানের লিরিক ভুলে গেছেন? 

লিপা: হ্যাঁ, একাধিকবার! (হাসি) আসলে সবচেয়ে বাজে দিক হলো, যখন আপনি লিরিক ভুলে গিয়ে জনতার ভিড়ে তাকাবেন এই আশায় যে তারা হয়তো পরের লাইনগুলো গাইবে এবং তারা সেই লাইন গাওয়ার পরেও আপনার মনে আসবে না লিরিকটা!

প্রশ্নকর্তা: ভিড়ের কথা যখন এলোই, তাহলে জিজ্ঞেস করব, কখনো কি ফ্লার্ট করার উদ্দেশ্যে ভিড়ের মধ্যে থাকা কোনো আকর্ষণীয় পুরুষের চোখে চোখ রেখেছেন?

লিপা: না, এটা খুবই অদ্ভুত প্রশ্ন! না, আমি কারও চোখে চোখ রাখিনি।

প্রশ্নকর্তা: আপনার গানের কথায় ছিল, 'যখন তুমি তার ছায়ায় থাকবে, ততক্ষণ তুমি তাকে ভুলতেই পারবে না'; এটা কি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলা?

লিপা: হয়তো! 

প্রশ্নকর্তা: হ্যাঁ অথবা না?

লিপা: হ্যাঁ! (হাসি)

প্রশ্নকর্তা: কখনো মাতাল হয়ে কিংবা একাকী অনুভব করছেন বলে কাউকে কল দিয়েছেন? 

লিপা: হ্যাঁ, আসলে আমার বন্ধুদের দিয়েছি। আসলে আমার মনে হয় আমি সজ্ঞানেই কল দিয়েছি, এটা খুব বাজে ব্যাপার। 

প্রশ্নকর্তা: আপনার 'লেভিটেটিং' গানে আপনি আদুরে ঢঙে 'সুগার বু' টার্ম ব্যবহার করেছেন।

লিপা: হ্যাঁ।

প্রশ্নকর্তা: আপনি কি কোনো ভাইকে এরকম 'সুগার বু' বলে ডেকেছেন কখনো? 

লিপা: হ্যাঁ, নিছকই মজা করার উদ্দেশ্যে ডেকেছি।

প্রশ্নকর্তা: সুগার বু হতে গেলে কী কী যোগ্যতা থাকতে হয়?

লিপা: সুইট, লিটল টেডি বিয়ার, সুগার বু! (হাসি)

প্রশ্নকর্তা: আপনি এ বছর 'বেস্ট ভোকাল অ্যালবাম'-এর জন্য গ্র‍্যামি জিতেছেন। আপনার কাছে কি অ্যাওয়ার্ড পাওয়া গুরুত্বপূর্ণ? 

লিপা: আমি অ্যাওয়ার্ডকে আমার সফলতার ভিত্তি মনে করি না, কিন্তু নিজের প্যাশন সম্পর্কিত কিছু নিয়ে পুরস্কার জিতলে অবশ্যই ভালো লাগে। সেই হিসেবে বলা যায় যে, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ।

ডুয়া লিপা। ছবি: সংগৃহীত

প্রশ্নকর্তা: যদি জিতে যান তাহলে কী বক্তব্য দিবেন, এমন কোনো বক্তব্য কি আগেই তৈরি করে রেখেছেন কখনো?

লিপা: হ্যাঁ। আমি আসলে মানুষের সামনে কথা বলতে একটু ভয় পাই, তাই আগে থেকে সামান্য নোট করে রাখতাম। 

প্রশ্নকর্তা: নিজের দেওয়া বক্তব্য আবার দেখতেন কখনো?

লিপা: হ্যাঁ, অনেকবার। আমার মনে হতো, আমি সেই সময়টায় সব গুছিয়ে বলেছিলাম কিনা, সবাইকে ধন্যবাদ জানিয়েছি কিনা... এসব চেক করতে আবার দেখতাম। 

প্রশ্নকর্তা: এবার পপ সংস্কৃতির দিকে আসা যাক। আপনার জন্ম আমেরিকায়, এর মানে কি আপনি লাভ আইল্যান্ডের ভক্ত?

লিপা: আমি কখনোই লাভ আইল্যান্ড দেখিনি।

প্রশ্নকর্তা: জর্ডিন শোর দেখেছেন?

লিপা: না।

প্রশ্নকর্তা: আপনি কখনো কোনো ব্রিটিশ রিয়ালিটি টিভি শো দেখেছেন?

লিপা: না, আমি আসলে রিয়ালিটি টিভি শো দেখি না। তবে নাইন্টি ডে ফিয়াঁসে দেখেছিলাম। 

প্রশ্নকর্তা: একজন পপ গায়িকা হওয়ার সূত্রে আপনি কি ব্রিটানি স্পিয়ার্সের ভক্ত?

লিপা: হ্যাঁ।

প্রশ্নকর্তা: আপনি কি তার প্রামাণ্যচিত্র 'ফ্রেমিং ব্রিটনি স্পিয়ার্স' দেখেছেন?

লিপা: হ্যাঁ। 

প্রশ্নকর্তা: আপনি কি 'ফ্রি ব্রিটনি মুভমেন্টে' অংশগ্রহণ করেছেন?

লিপা: এক হাজার ভাগ!

প্রশ্নকর্তা: আপনার কি মনে হয় ব্রিটনির ইনস্টাগ্রাম পোস্টে কোনো লুকানো বার্তা আছে?

লিপা: আমি আশা করব, নেই। আসলে এরকম হলে সেটা দুঃখজনক হবে, কিন্তু আমরা সব শুনছি ও দেখছি এবং আমরা তার পাশে আছি। 

প্রশ্নকর্তা: আপনার ইনস্টাগ্রাম পোস্টে কি আপনি কোনো লুকানো বার্তা দেন?

লিপা: (হাসি) আসলে মাঝে মধ্যে প্রচ্ছন্ন কিছু বার্তা থাকে, কিছু কোড ব্যবহার করে আমি মজা পাই।

ডুয়া লিপা। ছবি: সংগৃহীত

প্রশ্নকর্তা: এবার আপনার জীবন নিয়ে কথা বলা যাক। কখনো কারও মাধ্যমে প্রভাবিত হয়ে ট্যাটু এঁকেছেন? 

লিপা: না, অন্য কেউ বরং আমার মাধ্যমে প্রভাবিত হয়ে করেছে। কিন্তু আমি নিজে ট্যাটু করিনি।

প্রশ্নকর্তা: স্মার্ট! কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়নি?

লিপা: হ্যাঁ!

প্রশ্নকর্তা: কোথায়?

লিপা: ২০১৪ সালে একটা ফেস্টিভ্যালে তাঁবুতে ঢুকে পড়েছিলাম, যদিও পরক্ষণেই ধরা পড়ে যাই এবং বের করে দেওয়া হয় আমাকে! 

প্রশ্নকর্তা: আপনার কি মনে হয়, নিজের রাশিফল মেনে প্রেম করাটা ঠিক?

লিপা: আমি জানি না। কিন্তু আমি আমার রাশিফল মেনে নিজের যোগ্যতা পরীক্ষা করিয়েছি। 

প্রশ্নকর্তা: আপনি আজ সারাটা সময়ই বেশ সত্যবাদী রূপে ছিলেন। এমন কি হয়েছে যে আপনি মিথ্যা বলেছেন, কিন্তু আমরা ধরতে পারিনি?

লিপা: না, এমনটা হয়নি! 

প্রশ্নকর্তা: অনেক ধন্যবাদ আপনাকে, ডুয়া লিপা! 


  • সূত্র: ভ্যানিটি ফেয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.