লন্ডনে পোশাকের দোকানে হঠাৎ আগমন জোলির, চমকে দিলেন বিক্রেতাদের

বিনোদন

টিবিএস ডেস্ক
27 October, 2021, 02:00 pm
Last modified: 27 October, 2021, 02:07 pm
মেয়ে ভিভিয়েন জোলি-পিটকে সাথে নিয়ে সেন্ট্রাল লন্ডনে খুব অল্প সময়ের জন্য এইচ অ্যান্ড এম ব্র্যান্ডের শোরুমে ঢুঁ মেরেছেন ‘গন ইন সিক্সটি সেকেন্ডস’ তারকা।

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের রাস্তায় হুট করেই দেখা মিলেছে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। তবে তিনি একা নন, সঙ্গে ছিল ১৩ বছর বয়সী মেয়ে ভিভিয়েন।

মঙ্গলবার হলিউড পাড়ার শীর্ষ নায়িকাকে এভাবে সাধারণ মানুষের ভিড়ে শপিং করতে দেখে বিস্ময়ে হতবাক দোকানিরা। মেয়ে ভিভিয়েন জোলি-পিটকে সাথে নিয়ে সেন্ট্রাল লন্ডনে খুব অল্প সময়ের জন্য এইচ অ্যান্ড এম ব্র্যান্ডের শোরুমে ঢুঁ মেরেছেন 'গন ইন সিক্সটি সেকেন্ডস' তারকা।

মুখে মাস্ক থাকলেও জোলির অতি পরিচিত বৈশিষ্ট্য দেখে তাকে চিনে নিতে ভুল হয়নি আশেপাশের মানুষের। মেয়ের জন্য সুলভ মূল্যে কিছু জামাকাপড় কেনার উদ্দেশ্যেই দোকানে এসেছিলেন ৪৬ বছর বয়সী এ তারকা।  

সাশ্রয়ী মূল্যে ফ্যাশনেবল পোশাক কেনার জন্য টিনেজারদের কাছে জনপ্রিয় গন্তব্য 'এইচ অ্যান্ড এম'। এসময় মনোক্রোম হাউন্ডস্টুথ কাপড়ের কোট গায়ে জড়িয়ে এসেছিলেন জোলি এবং মেয়ের জন্য পোশাক বাছাই করছিলেন।      

এই মুহুর্তে ১২০ মিলিয়ন ডলারের মালিক জোলিকে তার সন্তানের পছন্দসই পোশাক কিনে দিতে গিয়ে পকেটের দিকে নজর রাখার কোনো কারণই ছিল না। জোলির প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের ঘরে জন্ম নেওয়া কনিষ্ঠ সন্তান ভিভিয়েন। 

ক্যাজুয়াল সাদা টি-শার্ট এবং ধূসররঙা জগারস পরে বেশ রিলাক্স ভঙ্গিতেই খ্যাতনামা মায়ের সঙ্গে শপিংয়ে বেরিয়েছিল ভিভিয়েন। তবে পুরো সময়টায় একবারও নিজের মাস্ক খোলেনি সে। 

জোলির ছয় সন্তানের মধ্যে ছেলে ম্যাডক্স (২০) ও প্যাক্স (১৭) এবং মেয়ে জাহারা (১৬) ও শিলহকে (১৫) তিনি দত্তক নিয়েছেন। বাকি দুই যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের জন্ম তার প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের ঘরে।

এইচ অ্যান্ড এম শোরুমে ঢোকার পর থেকেই জনসাধারণের উৎসুক দৃষ্টিতে খানিকটা ভড়কে যায় ভিভিয়েন। তবে পুরো সময়টা মেয়ের কাঁধে হাত জড়িয়ে তাকে সুরক্ষিত রেখেছিলেন জোলি।    

ছবির প্রচারণা থেকে সাময়িক বিরতি নিয়ে ইতালি হয়ে লন্ডনে পৌঁছেছেন জোলি। রোববার ইতালিতে ১৬তম রোম চলচ্চিত্র উৎসবে নিজের নতুন ছবি 'ইটারনালস'-এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তিনি।

আমেরিকান কমিক বইগুলোতে যেসব ফিকশনাল চরিত্র দেখা যায়, সেসব ফিকশনাল চরিত্র নিয়ে নির্মিত একটি মার্ভেল চলচ্চিত্র 'ইটারনালস'। ছবিতে নাম ভূমিকায় আছে এক ধরনের এলিয়েন প্রজাতি, যারা হাজার বছর পর গোপন আস্তানা থেকে বেরিয়ে এসেছে ক্ষতিকর 'ডেভিয়ান্টস' প্রজাতির হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে। 

'ইটারনালস' চলচ্চিত্রে উচ্চশ্রেণীর যোদ্ধা 'থেনা'র চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে। ছবিটি পরিচালনা করেছেন 'নম্যাডল্যান্ড' খ্যাত পরিচালক ক্লোয়ি ঝাও। আগামী ৫ নভেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে। 

  • সূত্র: ডেইলি মেইল  

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.