মঙ্গলবার থেকে নতুন ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’

বিনোদন

টিবিএস রিপোর্ট
07 September, 2021, 02:30 pm
Last modified: 07 September, 2021, 02:33 pm
এতে কাজ করেছেন অর্ধশতাধিক অভিনয়শিল্পী।

আজ (মঙ্গলবার) থেকে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক 'নাটাই ঘুড়ি'। রেজাউর রহমান রিজভীর রচনায় এটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান।

ধারাবাহিকটি সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে।

ফাইয়াজ কমনিকেশন প্রযোজিত এ ধারাবাহিকে অভিনয় করছেন রওনক হাসান, কাজী উজ্জল, আব্দুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, অরিন, শিপন মিত্র, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী,  রিমু খন্দকার, এলিনা শাম্মী, ফেরারী অমিত, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু, আজম খান, তামান্না সরকার, কাদরী, সাইকা আহমেদ, ফরহাদ হায়দার, রওশন শরীফ, রোবাইদা খান এষা, আশা, আশরাফুল আশীষ, কানিজ শবনম সুখী, সানিয়া জারা, আনোয়ার হোসেন প্রমুখ।

নাট্যকার রেজাউর রহমান রিজভী বলেন, 'ভালোবাসা কিংবা প্রেমের সম্পর্কের বাইরেও যে সম্পর্ক অটুট থাকে, তা হলো বন্ধুর সম্পর্ক। এই বন্ধুই যেমন হয়ে উঠতে পারে আপনজন। তেমনই বন্ধুই আবার হতে পারে চরম শত্রু। এ রকমই সাত ছেলে-মেয়ের পারিবারিক জীবনযাত্রা ও তাদের বন্ধু হয়ে ওঠার গল্প নিয়েই এই ধারাবাহিক নাটকের কাহিনি আবর্তিত হয়েছে।'

পরিচালক এমদাদুল হক খান বলেন, 'ধারাবাহিকটির কাহিনির ক্যানভাস বড় হওয়ার জন্য এতে অর্ধশতাধিক অভিনয়শিল্পীর সম্মিলন ঘটানো হয়েছে। এছাড়া নাটকে গল্পের প্রয়োজনেই চারটি আলাদা আলাদা শুটিং হাউসে দৃশ্য ধারণ করা হয়েছে।'

'নাটাই ঘুড়ি'র টাইটেল সঙ লিখেছেন হাফসা আলম ও সুর-সংগীত করেছেন অমিত চ্যাটার্জি। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন বি. জামান সুজন।

এই ধারাবাহিকের পর্ব পরিচালনা করছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ইসরাত জাহান মীম। আর চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.