বিক্রি হয়ে যাচ্ছে মেট্রো গোল্ডউইন মায়ার (এমজিএম)

বিনোদন

টিবিএস ডেস্ক
22 December, 2020, 03:55 pm
Last modified: 22 December, 2020, 04:07 pm
বিনিয়োগ ব্যাংক মরগ্যান স্টানলি ও লায়নট্রি এলএলসি’র মাধ্যমে বিক্রির চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির ইতিহাসের সকল চলচ্চিত্রের সত্ত্বসহ ৫.৫ বিলিয়ন ডলার মূল্যমান নির্ধারণ করা হয়েছে।

বিশ্বের অন্যতম প্রাচীন প্রযোজনা সংস্থা মেট্রো গোল্ডউইন মায়ার (এমজিএম) বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জেমস বন্ড চলচ্চিত্রের সিরিজসহ এর সবগুলো চলচ্চিত্রের সত্ত্ব বিক্রি হয়ে যাবে একই সাথে।  

১৯২৪ সালে বিনোদন উদ্যোক্তা মার্কাস লিউ মেট্রো পিকচারস, গোল্ডউইন পিকচারস ও লুই বি মায়ার পিকচারসের কতৃত্ত্ব পাওয়ার পর এ তিনটি প্রতিষ্ঠান একীভূত করে এমজিএমের নামকরণ করেন।  

জেমস বন্ড চলচ্চিত্র সিরিজের জন্যই স্টুডিওটি অধিক পরিচিত। এই সিরিজের ২৫ তম চলচ্চিত্র হিসেবে ২০২১ সালে মুক্তি পেতে যাচ্ছে 'নো টাইম টু ডাই'। করোনাভাইরাস মহামারির কারণে বেশ কয়েকবার পিছিয়েছে চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার দিন। জেমস বন্ড ছাড়াও পিংক প্যান্থার সিরিজ, সিলভেস্টার স্ট্যালোন অভিনীত 'রকি' সিরিজ ও দ্য হবিট ট্রিলোজির মতো জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ তৈরি করেছে। স্টারগেট এসজি-১, দ্য হ্যান্ডমেইডস টেইলের মতো জনপ্রিয় টিভি সিরিজও তৈরি করেছে এমজিএম। 

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানান হয়েছে, বিনিয়োগ ব্যাংক মরগ্যান স্টানলি ও লায়নট্রি এলএলসি'র মাধ্যমে বিক্রির চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির ইতিহাসের সকল চলচ্চিত্রের সত্ত্বসহ ৫.৫ বিলিয়ন ডলার মূল্যমান নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনটিতে। 

বিক্রির কাজ সম্পন্ন হয়ে গেলে, এমজিএম-ই হবে মহামারির ধাক্কায় দেউলিয়া হয়ে বিক্রি করে দেয়া প্রথম বড় কোনো চলচ্চিত্র প্রযোজনা সংস্থা। ২০২০ সালে উল্লেখযোগ্য কোনো চলচ্চিত্র মুক্তি না পাওয়ায় অর্থনৈতিক সংকটের মুখে পড়ে  প্রতিষ্ঠানটি। 'নো ম্যান টু ডাই' এর সম্প্রচার ক্রেতা খুঁজছে এমন গুজবও রটে যায়। চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার দিন পেছানোয় প্রতিমাসে অতিরিক্ত ১০ লাখ ডলার সুদ পরিশোধ করতে হয় প্রতিষ্ঠানটিকে। প্রতিষ্ঠানটির পূর্ববর্তী অর্থনৈতিক সংকটের ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে আসা অতিরিক্ত ব্যয় পরিশোধ করে প্রতিষ্ঠানটি পুষিয়ে উঠতে পারবে কিনা তখনই তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।  

কোনো ধরণের আয় না থাকায় এবং ডিজনি বা ওয়ার্নার ব্রোস এর মতো সম্প্রচার মাধ্যমও না থাকায় অর্থাভাবে আর কোনো বিকল্প না পেয়ে শেষ পর্যন্ত বিক্রি হতে চলেছে প্রায় শতবর্ষ পুরনো প্রতিষ্ঠানটি। এমএজএম এর বিক্রি হয়ে যাওয়ার খবর নিঃসন্দেহে চলচ্চিত্র ইতিহাসে দুঃখজনক অধ্যায় হিসেবেই লেখা থাকবে, তবে মহামারির কারণে চলচ্চিত্র ব্যবসায় যে ধস নেমেছে এটি তেমন অনাকাঙ্ক্ষিত ঘটনাও নয়। 

দ্রুতই বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে 'নো টাইম টু ডাই' চলচ্চিত্রটি হয়তো কোনো সম্প্রচার মাধ্যমে মুক্তি পাচ্ছে এমন ঘটনাও দেখা যাবে।

  • সূত্র: স্ক্রিন রেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.