বাংলালিংকের বিরুদ্ধে জেমসের মামলা

বিনোদন

ইউএনবি
10 November, 2021, 04:25 pm
Last modified: 10 November, 2021, 04:26 pm
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন,জেমসের জবানবন্দি রেকর্ড করার পর ঢাকা মহানগর হাকিম বাংলালিংকের পাঁচ কর্মকর্তাকে ৩০ নভেম্বর আদালতে হাজির হয়ে তাদের ভূমিকা ব্যাখ্যা করতে বলেন।

'নগর বাউল' খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেমস মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেছেন। বুধবার দেশের এই রক আইকন ঢাকা মহানগর হাকিম কে এম ইমরুল কায়েশের সামনে হাজির হয়ে কপিরাইট ইস্যুতে ৭১/৮২/৯১ ধারায় অভিযোগ দায়ের করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন,জেমসের জবানবন্দি রেকর্ড করার পর ঢাকা মহানগর হাকিম বাংলালিংকের পাঁচ কর্মকর্তাকে ৩০ নভেম্বর আদালতে হাজির হয়ে তাদের ভূমিকা ব্যাখ্যা করতে বলেন।

বাংলালিংক কর্মকর্তারা হলেন- বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আস, টাইগার্স ডেন, এর প্রধান কমপ্লায়েন্স অফিসার নুরুল আলম, চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসিয়া, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং ভিএএসের প্রধান অনিক ধর।

এছাড়া মাইলস ব্যান্ডের হামিন আহমেদ ও মানাম আহমেদও কপিরাইট ইস্যুতে বাংলালিংকের বিরুদ্ধে একই আদালতে আরেকটি মামলা করেছেন।

তাদের অভিযোগে জানানো হয়,বাংলালিংক ২০০৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তাদের অনুমতি ছাড়াই রকস্টার জেমসের ৬টি গান এবং মাইলস ব্যান্ডের দু'টি গান নিজেদের রিংটোন,ওয়েলকাম টিউন এবং অন্যান্য বিজ্ঞাপনে ব্যবহার করেছে,যা কপিরাইট আইনের লঙ্ঘন।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.