বব ডিলানের পর এবার সব গানের স্বত্ব বিক্রি করছেন শাকিরা

গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী সুপারস্টার শাকিরা তার সব গানের স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাজ্যের বিনিয়োগ কোম্পানি হিপনোসিস সংস ফান্ড লিমিটেড বুধবার জানিয়েছে, তারা 'হিপস ডোন্ট লাই' তারকার সব গানের স্বত্ব এখন তাদের।

শাকিরার ১৪৫টি গানের মধ্যে রয়েছে তুমুল জনপ্রিয় 'হোয়েনেভার, হোয়ারেভার', 'শি উলফ' ও 'ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)'ও।
কলম্বিয়ায় জন্ম নেওয়া এই সংগীত তারকা ১৯৯১ সালে, ১৩ বছর বয়সে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তবে আন্তর্জাতিক খ্যাতি পান এর ৪ বছর পর প্রকাশিত তৃতীয় অ্যালবাম 'পিয়েস দেস্কালজোস'-এর মাধ্যমে। বহুর্মুখী প্রতিভাবান এই গায়িকা-গীতিকার-বাদ্যযন্ত্রবাদক ২০০১ সালে প্রকাশিত তার প্রথম ইংরেজি অ্যালবাম 'লন্ড্রি সার্ভিস'-এর মাধ্যমে আমেরিকান পপ দৃশ্যপটে ব্যাপক ঝড় তোলেন।
ইতোমধ্যেই তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড, ১২টি লাতিন গ্র্যামি, চারটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, সাতটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড এবং ৩৯টি বিলবোর্ড লাতিন মিউজিক অ্যাওয়ার্ড জয় করেছেন। এ পর্যন্ত সব মিলিয়ে তার অ্যালবাম বিক্রি হয়েছে ৮ কোটি কপি।
এর আগে, গত মাসে বব ডিলান নিজের ৬ শতাধিক গানের স্বত্ব ইউনিভার্সেল মিউজিক পাবলিশিং গ্রুপের কাছে বিক্রি করেন।
- সূত্র: দ্য ন্যাশনাল