বন্ধুদের মাঝে ১১৯ কোটি টাকা বিলিয়ে দিয়েছিলেন জর্জ ক্লুনি, কিন্তু কেন?

বিনোদন

টিবিএস ডেস্ক
19 November, 2020, 01:20 pm
Last modified: 19 November, 2020, 01:23 pm
‘১৯৬৪ সালে আমার মা যে ভূমিকায় ছিলেন, নিজেকে সেই ভূমিকায় অনুভব করি এখন।’

ব্যক্তিজীবনে 'ঘরের কথা ঘরে রাখা'র খ্যাতি রয়েছে হলিউডের বিখ্যাত ক্লুনি দম্পতির। তবু নতুন এক সাক্ষাৎকারে ব্রিটিশ-লেবানিজ আইনজীবী স্ত্রী আমাল ক্লুনি সঙ্গে নিজের ব্যক্তিজীবন সম্পর্কে খোলামেলা কথা বললেন হলিউড তারকা জর্জ ক্লুনি।

যুক্তরাষ্ট্রের 'জিকিউ' ম্যাগাজিন তাকে 'আইকন অব দ্য ইয়ার' অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। ম্যাগাজিনটির ডিসেম্বর সংখ্যায় প্রকাশ পেয়েছে তার সেই গভীর অর্থবহ সাক্ষাৎকার।

'সিরিয়ানা' চলচ্চিত্রের তারকা জানিয়েছেন, কীভাবে বৈরুতে জন্ম নেওয়া আমালের সঙ্গে পরিচয় এবং ২০১৪ সালে হওয়া পরিণয় তার 'সবকিছু বদলে দিয়েছে'। আরও জানিয়েছেন, কী কারণে ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে ১৪ মিলিয়ন ডলার বা প্রায় ১১৯ কোটি টাকা বিলিয়ে দিয়েছেন তিনি।

'মনে হলো, যেন আগে কোনোদিনই বিয়ে করিনি,' আমালের সঙ্গে পরিচয় প্রসঙ্গে বলেন অভিনেত্রী তালিয়া বালসামের প্রাক্তন স্বামী জর্জ ক্লুনি।

'কাজে ব্যস্ত থাকি। বন্ধুরা রয়েছে। জীবন পরিপূর্ণ। ভালোই করছি। তবু আমালের সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত জানতামই না, সে জীবন কতটা অপূর্ণ ছিল। তারপর সবকিছুই বদলে গেল। মনে হলো, এতদিন এক বিশাল শূন্যতার ভেতর বসবাস করেছি।'

মানবাধিকার বিষয়ক আইনজীবী আমালের সঙ্গে জর্জের পরিচয় ২০১৩ সালে। ২০১৭ সালে তারা এলা ও এলেক্সান্ডার নামে যমজ সন্তানের বাবা-মা হন।

জর্জ যখন ভিডিও চ্যাটে 'জিকিউ'কে সাক্ষাৎকার দিচ্ছিলেন, মাঝে মধ্যেই তাতে বিঘ্ন ঘটাচ্ছিল তার ছেলে। জর্জ জানালেন, এই মহামারিকালে সন্তানদের চুল তিনি নিজেই কেটে দিয়েছেন।

'আমার নিজের ও সন্তানদের চুল এখন আমিই কাটি। ঘরদোর পরিষ্কার, জামা-কাপড় ও বাসন ধোয়ার কাজ প্রতিদিন করি,' জানিয়ে তিনি বলেন, '১৯৬৪ সালে আমার মা যে ভূমিকায় ছিলেন, নিজেকে সেই ভূমিকায় অনুভব করি এখন।'

‘সিরিয়ানা’ চলচ্চিত্রে জর্জ

গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে ব্রিটেনের বিশেষ দূত হিসেবে নিজের কর্মভার থেকে আমাল পদত্যাগ করার মাত্র কয়েক ঘণ্টা পর দেওয়া ওই সাক্ষাৎকারে স্ত্রীর অর্জন নিয়ে গর্ব প্রকাশ করেন জর্জ।

আগস্টে লেবাননের বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ১ লাখ মার্কিন ডলার সহায়তা করেছে ক্লুনি দম্পতি।

অবশ্য, দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, নিজের ১৪ বন্ধুর মাঝে জনপ্রতি ১ মিলিয়ন মার্কিন ডলার করে নগদ টাকা বিলিয়ে দিয়েছেন জর্জ। সেই গুজবকে এই প্রথম নিজ মুখেই সত্য বলে স্বীকার করে নিলেন তিনি। 

'এই মানুষগুলো ৩৫ বছরেরও বেশিকাল ধরে আমার পাশে থেকেছে। যখনই ভেঙে পড়েছি, আমার ঘুমানোর জন্য তারা বিছানা প্রস্তুত রেখেছে। খারাপ দিনে আমাকে টাকা ধার দিয়েছে। আমার যে কোনো প্রয়োজনে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা। আমিও তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছি,' বলেন জর্জ।

তিনি আরও বলেন, 'আমরা খুবই ভালো বন্ধু। আমি মনে করি, ওরা না থাকলে আমি কিছুই করতে পারতাম না।'

  • সূত্র: দ্য ন্যাশনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.