‘দ্য ম্যাট্রিক্স ৪’-এর প্রথম ফুটেজ প্রকাশ

বিনোদন

টিবিএস ডেস্ক
09 September, 2021, 12:45 pm
Last modified: 09 September, 2021, 12:46 pm
'আদতে বাস্তবতা কী, তা দেখানোর মুহূর্ত এটি। এই মুহূর্তে আপনি বিশ্বাস করছেন, এটি বর্তমানকাল; অথচ তা সত্য নয়। হতে পারে এটি আপনার বাকি জীবনের প্রথম দিন, কিন্তু আপনি যদি এমনটি চান তবে আপনাকে এর জন্য লড়তে হবে।'

প্রথমবারের মতো প্রকাশ পেল 'দ্য ম্যাট্রিক্স' মুভি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ মুভি 'দ্য ম্যাট্রিক্স ৪'-এর ফুটেজ।

সম্প্রতি 'হোয়াটইজম্যাট্রিক্স ডটকম' নামে একটি ইন্টারেক্টিভ ওয়েবসাইট চালু করেছে চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্টরা। এ ওয়েবসাইটেই ভক্তদের জন্য প্রথমবারের মতো মুভির ফুটেজ প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে ভক্তরা কোন ফুটেজ দেখবেন, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। সাইটে যাওয়ার পর ভিজিটররা একটি লাল বা নীল 'পিল' নির্বাচন করতে পারবেন। তাদের নির্বাচিত পিল অনুযায়ী বাজবে একটি টিজার।

'দ্য ম্যাট্রিক্স' মুভিতে দেখানো হয়, লাল পিলটি কিয়ানু রিভস অভিনীত 'নিও' চরিত্রকে মুক্ত করেছিল। অন্যদিকে, নীল পিল তাকে তার মিথ্যা বাস্তবতায় আটকে রেখেছিল।

একটি টিজারে বলা হয়, 'আদতে বাস্তবতা কী, তা দেখানোর মুহূর্ত এটি। এই মুহূর্তে আপনি বিশ্বাস করছেন, এটি বর্তমানকাল; অথচ তা সত্য নয়। হতে পারে এটি আপনার বাকি জীবনের প্রথম দিন, কিন্তু আপনি যদি এমনটি চান তবে আপনাকে এর জন্য লড়তে হবে।'

আরেক টিজারে বলা হয়, 'আপনি কি মনে করতে পারেন এখানে কীভাবে এসেছেন?... আপনি কল্পনা থেকে বাস্তবতাকে আলাদা করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। যা কিছু বাস্তব, তা রয়েছে এখানেই। এছাড়া আর যা কিছু আছে, তা আপনার ওপর নিজেরই মনের চালানো কৌশল। কল্পনা আমাদের বিপদে ফেললে ব্যাপারটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা চাই না কেউ আহত হোক, তাই না?'

ইয়াহিয়া আবদুল-মতিন, জেসিকা হেনউইক, জোনাথন গ্রফ-সহ এ চলচ্চিত্রে অভিনয় করেছেন জ্যাডা পিংকেট স্মিথ (নিওবের চরিত্র) ও ক্যারি-অ্যান মস (ট্রিনিটির চরিত্রে)।

চলচ্চিত্রটির একটি পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ পাবে আজ (৯ সেপ্টেম্বর)।

এর আগে, ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্র 'দ্য ম্যাট্রিক্স' ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই চলচ্চিত্রে কম্পিউটার প্রোগ্রামার নিও চরিত্রে অভিনয় করেন কিয়ানু রিভস। তিনি ম্যাট্রিক্স থেকে মুক্ত হতে পেরেছিলেন; কারণ ম্যাট্রিক্সকে ম্যানিপুলেট করতে পারা একমাত্র ব্যক্তি ('দ্য ওয়ান') ছিলেন তিনিই।  

এই ফ্রাঞ্চাইজির চতুর্থ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন লানা ওয়াচোস্কি।


  • সূত্র: সিএনএন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.