চলে গেলেন ‘ব্ল্যাক সিনেমার গডফাদার’ মেলভিন ভ্যান পিবলস

বিনোদন

টিবিএস ডেস্ক
23 September, 2021, 05:15 pm
Last modified: 23 September, 2021, 05:20 pm
১৯৭০-এর দশকে চলা কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলন 'ব্ল্যাক্সপ্লয়টেশন'-এর অন্যতম অগ্রসেনা ছিলেন তিনি।

'ব্ল্যাক সিনেমার গডফাদার'খ্যাত আমেরিকান পরিচালক, অভিনেতা, নাট্যকার, ঔপন্যাসিক ও মিউজিক কম্পোজার মেলভিন ভ্যান পিবলস মারা গেছেন। গত মঙ্গলবার নিউইয়র্কে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তার পরিবার এক শোকবার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

১৯৭০-এর দশকের চলচ্চিত্র 'ওয়াটারমেলন ম্যান' ও "সুইট সুইটব্যাক'স বাডাস সং"-এর জন্য তিনি বিখ্যাত।

ভ্যান পিবলসের ছেলে এবং দীর্ঘদিনের কর্মসঙ্গী ও অভিনেতা মারিও ভ্যান পিবলস বলেন, 'কৃষ্ণাঙ্গ ভাবমূর্তির মূল্য বাবা জানতেন। একটা ছবিই যদি হাজার কথা বলে দিতে পারে, তাহলে একটা চলচ্চিত্রের মূল্য কতটুকু? আমাদের (কৃষ্ণাঙ্গদের) সাফল্য পাওয়ার, আমাদের মুক্তি পাওয়ার পথ দেখিয়েছেন তিনি।'

মেলভিন ভ্যান পিবলস পরিচালিত ও অভিনীত "সুইট সুইটব্যাক'স বাডাস সং" চলচ্চিত্রের পোস্টার

১৯৬০-এর দশকের এক শ্বেতাঙ্গ ও বর্ণবাদী বীমাকর্মী সকালে ঘুম থেকে ওঠে দেখে সে কৃষ্ণাঙ্গ হয়ে গেছে- এমন গল্প নিয়ে ১৯৭০ সালে কমে ভ্যান পিবলস নির্মাণ করেন কমেডি চলচ্চিত্র 'ওয়াটারমেলন ম্যান'।

অন্যদিকে, শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের হাত থেকে এক কৃষ্ণাঙ্গ লোকের পালানোর চেষ্টা ঘিরে পরের বছর 'সুইটব্যাক' চলচ্চিত্র বানিয়ে তিনি কিংবদন্তিতে পরিণত হন। ১৯৭০-এর দশকে চলা কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলন 'ব্ল্যাক্সপ্লয়টেশন'-এর একটি প্রভাবশালী মুখপত্র হিসেবে বিবেচনা করা হয় চলচ্চিত্রটিকে। তিনি হয়ে ওঠেন ওই আন্দোলনের অন্যতম অগ্রসেনা।

মেলভিন ভ্যান পিবলস। ছবি: সংগৃহীত

শুধু তাই নয়, 'সুইটব্যাক' হয়ে ওঠে তখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল ইনডিপেনডেন্ট চলচ্চিত্র।


  • সূত্র: বিবিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.