এলটন জনের নিউমোনিয়া
নিউজিল্যান্ড সফরে এসে অসুস্থ হয়ে পড়েছেন জীবন্ত কিংবদন্তি খ্যাত ব্রিটিশ গায়ক এলটন জন। অবশ্য ভক্তদের জন্য দুশ্চিন্তার কিছু নেই, ঠাণ্ডা লাগার কারণেই জনের শরীরে ছোটখাট নিউমোনিয়া ধরা পড়েছে।
গত রোববার নিজের নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কথা জানান এলটন জন। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং ইনস্টাগ্রামে দেওয়া দুটি পোস্টে তার কিউই ভক্তদের কাছে অসুস্থতার কথা জানান।
এদিকে জন এক সঙ্গীতানুষ্ঠানের পরেই নিজের অসুস্থতার কথা জানান। অসুস্থ থাকায় নিজের সেরা পারফরমেন্স দিতে পারেননি বিধায় ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন তিনি। একইসঙ্গে সেরা পারফরমেন্স দিতে না পারলেও ভক্তরা যে ধৈর্য নিয়ে তার অনুষ্ঠান উপভোগ করেছেন এজন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। খবর সিএনএনের।
টুইট বার্তায় এলটন জন বলেন, অকল্যান্ডে আজ রাতের ‘এলটন জন ফেয়ারওয়েল ট্যুর’ সঙ্গীতানুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, আমি তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কিন্তু, আজ সকালেই আমার শরীরে নিউমোনিয়া ধরা পড়ে। এরপরেও অনুষ্ঠানে সাধ্যের ভেতর থেকে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।"