আমার কিছু বলার শক্তি নেই: সাবিনা ইয়াসমিন
কবরীর মৃত্যুতে শোকাহত পুরো চলচ্চিত্রাঙ্গন। তার খুব কাছের মানুষরা এতটাই শোকাহত যে, তেমন কোনো কথাই বলতে পারছেন না। তাদেরই একজন জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার আসলে কিছুই বলার শক্তি নেই। কবরীকে নিয়ে কি বলবো? কতটুকুই বা বলবো? আমি আসলে কিছুই বলতে পারব না।"
সাবিনা ইয়াসমীন ও কবরীর বন্ধুত্ব চার দশকের বেশি সময়ের। সাবিনার গাওয়া অসংখ্য গানে সিনেমার পর্দায় ঠোঁট মিলিয়েছেন কবরী। তবে সাবিনা ইয়াসমিনকে নতুন একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিলেন কবরী। তার সবশেষ পরিচালিত সিনেমা এই তুমি সেই তুমি সিনেমার সংগীত পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন সাবিনা ইয়াসমিনকে। সেই কাজ চলছিল। সিনেমার শুটিং শেষ করে ফেলেছেন। এখন চলছিল ডাবিং ও সম্পাদনার কাজ। সংগীত পরিচালনার কাজটিও গুছিয়ে এনেছিলেন সাবিনা ইয়াসমিন। কিন্তু সেটা শেষ অবধি আর কবরী দেখে যেতে পারলেন না।
ফোন রাখার সময় সাবিনা ইয়াসমিন বললেন, আমি আমার বন্ধুর আত্নার শান্তি কামনা করছি। আর কিছু এখন বলতে পারব না। সরি।'
শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শনিবার সকাল ১২টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবরী।
সম্প্রতি জ্বরে ভুগছিলেন তিনি, কোভিড-১৯ রিপোর্টও পজিটিভ আসে। গত ৭ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।