'আকবর' ছবির মহরতে মেয়র প্রার্থী আতিকুল

বিনোদন

টিবিএস রিপোর্ট
16 January, 2020, 01:10 pm
Last modified: 16 January, 2020, 01:22 pm
ছবির সাফল্যের পাশাপাশি আতিকুল ইসলাম নির্বাচনে অংশগ্রহণের জন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, নির্বাচনে জয়ী হলে শিল্পীদের পাশে থাকবো। সিনেমার উন্নয়নে পাশে থাকবো।

সৈকত নাসির পরিচালিত 'ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা' (আকবর) নামের নতুন একটি চলচ্চিত্রের মহরতে হঠাৎ উপস্থিত হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। 

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত এ মহরতে পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তিনি।

তারকা খচিত 'ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা' ছবির মহরতে উপস্থিত থেকে সাবেক মেয়র আতিকুল বলেন, ‘একমাত্র সুস্থ ধারার সিনেমাই যুব সমাজকে মাদক মুক্ত করতে পারে। শুনেছি ঢাকার ঐতিহ্য ও নানাদিক এ ছবিতে ফুটে উঠবে। আমি এ ছবির সাফল্য কামনা করছি।’ 

এর আগে ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড, ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই নামে যে ছবিগুলো অন্যান্য দেশ নির্মাণ করেছে ওই ছবিগুলো জনপ্রিয় হয়েছে। আমাদের দেশেও এবার নির্মিত হচ্ছে ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা। এ ছবিটিও সাফল্য পাবে বলে আশা করেন মেয়র আতিকুল।

ছবির সাফল্যের পাশাপাশি আতিকুল ইসলাম নির্বাচনে অংশগ্রহণের জন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, নির্বাচনে জয়ী হলে শিল্পীদের পাশে থাকবো। সিনেমার উন্নয়নে পাশে থাকবো।

সিনেহল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবি ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা (আকবর)। প্রতিষ্ঠানটির কর্ণধার ফারুক রিজভি বলেন, পরিচালক সৈকত নাসিরের সঙ্গে মানসিকভাবে মিলে গেছে। আমার বিশ্বাস সে কাজটি ঠিকভাবে করতে পারবে। শুধু দেশ নয়, মুক্তির পর ইউরোপের কয়েকটি শহরে আকবর প্রদর্শিত হবে।

১৯৭৪ সাল পরবর্তী রাজধানীর গ্যাং কালচার নিয়েই মূলত এ ছবির গল্প। এখানে ফুটে উঠে ঢাকার উত্থান পতন। 

পরিচালক সৈকত নাসির বলেন, ‘ছয় মাস ধরে আকবর ছবির প্রি-প্রোডাকশন নিয়ে কাজ করছি। অনেকেই জিজ্ঞেস করেছেন ছবিটি নকল কিনা! আমি স্পষ্টভাবে জানাতে চাই, আকবর পুরোপুরি মৌলিক গল্পের ছবি। ইমন-ববিকে নতুনভাবে হাজির করবো। এজন্য বিভিন্নভাবে তাদের তৈরি করে নিয়েছি।’ 

‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ এর গল্প রণক ইকরামের, চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর এবং সংলাপ আসাদ জামানের। জানা যায়, বৃহস্পতিবার গান দিয়ে শুরু হচ্ছে এ ছবির শুটিং।

 

        

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.