অভিনয়ে ফিরছেন মাহফুজ আহমেদ, বিপরীতে পরীমনি
দীর্ঘদিন বিরতির পর আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। পরিচালক চয়নিকা চৌধুরীর প্রথম ওয়েব সিরিজ 'অন্তরালে'-এ নায়িকা পরীমনির বিপরীতে দেখা যাবে তাকে। এ খবর নিশ্চিত করেছেন চয়নিকা চৌধুরী।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রযোজনায় এই ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হতে পারে আগামী বছরের জানুয়ারি থেকে।
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন,"অনেকদিন পর মাহফুজ আমাদের সঙ্গে কাজ করতে যাচ্ছে। আনন্দের বিষয় এই যে, আমার পরিচালনা দিয়ে সে অভিনয় জগতে ফিরছে। এরআগে তার সঙ্গে আমি ৮০টির মতো নাটকে কাজ করেছি। মাহফুজ আহমেদের সঙ্গে কাজের ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।"
তিনি আরও বলেন, "আমার নতুন ওয়েব সিরিজে অভিনেতা তারিক আনাম খানও রয়েছেন। পরীমনি ও তারিক আনামের সঙ্গে আমি আগেই চুক্তিবদ্ধ হয়েছি। তাদের সঙ্গে যুক্ত হলেন মাহফুজ আহমেদ। আমার এই নতুন কাজে বেশি সাপোর্ট পেয়েছি পরীমনির কাছ থেকে। আশা করছি ভালো কিছু হবে।"
এই ওয়েব সিরিজে 'মনা' চরিত্রে অভিনয় করবেন মাহফুজ। তার চরিত্র প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, "পেছনের গল্প ভয়ঙ্কর হলেও শুরুতে মনাকে রোমান্টিক চরিত্রে দেখা যাবে। সেই রোমান্টিক চরিত্রটিতে মাহফুজ আহমেদ বেশ মানানসই।"
কাজে ফেরা প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, "অভিনয় আমার নেশা ও ভালো লাগার জায়গা। বিভিন্ন কারণে প্রায় তিন বছর অভিনয় জগতের বাইরে ছিলাম। আবারও ফিরতে পেরে ভালো লাগছে।"
অন্যদিকে মাহফুজ আহমেদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আনন্দিত পরীমনি। তিনি বলেন, "ছোটবেলা থেকে মাহফুজ আহমেদের কাজ দেখেছি। আমার খুব পছন্দের একজন অভিনেতা তিনি। সেই মাহফুজ ভাইয়ের সঙ্গে এবার কাজ করবো।"
উল্লেখ্য, সবশেষে ২০১৮ সালে 'সাড়ে তিন খানা চিঠি' নামের এক ঘণ্টার একটি নাটকে কাজ করেছিলেন মাহফুজ আহমেদ।