বন্যাকবলিত এলাকায় পুনর্বাসনের প্রস্তুতি নিতে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 June, 2022, 12:50 pm
Last modified: 22 June, 2022, 01:07 pm
মঙ্গলবার (২১ জুন) পর্যন্ত সরকার বন্যাকবলিত ১১টি জেলায় ৩ কোটি ৩৫ লাখ টাকা আর্থিক সহায়তা, ৯০০ মেট্রিক টন চাল এবং ৫৫ হাজার প্যাকেজ শুকনো খাবার বরাদ্দ দিয়েছে।

বন্যার পানি কমলেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিভিন্ন মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২২ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আবারও দেশের বন্যা দুর্গতদের এ ব্যাপারে আশ্বস্ত করেন।
 
দু-এক দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "আমি শীঘ্রই বাড়িঘর মেরামত ও কৃষি পুনর্বাসন শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি।"

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও এর আশেপাশের এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনের একদিন পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "সরকার আপনাদের সঙ্গে আছে। জনগণের দুর্ভোগ লাঘবে আমরা পদক্ষেপ নিয়েছি।"

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মঙ্গলবার (২১ জুন) পর্যন্ত সরকার বন্যা কবলিত ১১টি জেলায় ৩ কোটি ৩৫ লাখ টাকা আর্থিক সহায়তা, ৯০০ মেট্রিক টন চাল এবং ৫৫ হাজার প্যাকেজ শুকনো খাবার বরাদ্দ করেছে। এছাড়াও, ক্ষতিগ্রস্তদের সুবিধার্থে ১ হাজার ২৮৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ৩০০টি মেডিকেল টিম সরাসরি মাঠে কাজ করছে।

সেইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় ৫০০ সদস্য ৭টি হেলিকপ্টার এবং অন্যান্য বিমান ব্যবহার করে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে। এর পাশপাশি অভিযানে নিয়োজিত অন্যান্য বাহিনীর শতাধিক নৌকা ও যানবাহনও উদ্ধার কাজে ব্যবহার হচ্ছে।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.