সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তাসহ নিহত ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 June, 2022, 03:00 pm
Last modified: 05 June, 2022, 06:47 pm
নিহতরা হলেন পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, প্রকৌশলী কাউসার আহমেদ রাব্বি, সায়েন্টিফিক অফিসার পূজা সরকার ও গাড়িচালক রাজীব।

ঢাকার সাভারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তাসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

নিহতরা হলেন, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, প্রকৌশলী কাউসার আহমেদ রাব্বি, সায়েন্টিফিক অফিসার পূজা সরকার ও গাড়িচালক রাজীব। 

আহতদের মধ্যে রয়েছেন পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সায়েন্টিফিক অফিসার সুব্রত সাহা, রবিন বর্মন, ফারজানা আক্তার, লিয়া, শাহাবুদ্দিন, মো. ইমরান হোসেন সৌরভ, নুর আলম, মমিন ব্যপারী, আলমগীর আলম ভূঁইয়া, সালাম ভূঁইয়া, রোকনুজ্জামান, তানভির।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকাল ১০টা নাগাদ সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নেওয়ার সময় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বহনকারী নিজস্ব একটি বাসকে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী আরেকটি ট্রাক আবার বাসের সামনের অংশে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও দু'জনের মৃত্যু হয়।

সাভার হাইওয়ে পুলিশের ওসি আতিকুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ঘটনার পরপর লাশগুলো উদ্ধার করা হয়েছে, এছাড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. আজিজুল হক।

এসময় উভয়ই নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আহতদের সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান গণমাধ্যমকে বলেন, 'আমরা আজ যেসব কর্মকর্তাদের হারিয়েছি এদের আসলে কোন রিপ্লেসমেন্ট নাই। আমরা অত্যন্ত মেধাবী কয়েকজন কর্মকর্তাকে হারালাম যারা দেশের সম্পদ ছিলেন, আসলে এই দুঃখ কাকে বলবো?...আমরা সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালাই, তার ফলশ্রুতিতে আমাদের দেশের সাধারণ মানুষ, দেশের সম্পদ যারা দেশকে কিছু দিতে পারেন, তারা প্রাণ হারাণ।'

নিহতদের পরিবারকে সরকারি নিয়মানুযায়ী সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও মন্ত্রী জানান।  

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.