শপিংমলে দুই জাবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, গ্রেপ্তার ২

ঢাকার সাভারে একটি শপিং মলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দু'জন শিক্ষার্থীর সাথে অশালীন আচরণ ও যৌন হয়রানির চেষ্টার ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত দু'জন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতেই মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সাভারের পৌর এলাকা রাজাশন মহল্লার মোহাম্মদ আলীর ছেলে মো. শাহীন (২৭) ও দেওগা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৪)। উভয়ই সাভার নিউ মার্কেটের ৩য় তলায় অবস্থিত 'মায়েস্ত্রো' নামক একটি দোকানের কর্মচারী।
ভুক্তভোগীদের একজন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'ঘটনার দিন সন্ধ্যার পর রাত সাড়ে ৮ টা নাগাদ আমরা নিউ মার্কেটে কিছু কেনাকাটা করতে যাই, এক পর্যায়ে মার্কেটের ৩য় তলায় 'মায়েস্ত্রো' নামক একটি দোকানে গেলে সেখানকার দুজন কর্মচারী উদ্দেশ্যমূলকভাবে দোকানের শাটার নামিয়ে দিয়ে আমাদের সাথে অশালীন আচরণ ও যৌন হয়রানির চেষ্টা করে। পরে আমাদের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে অভিযুক্তরা দোকানের শার্টার খুলে দেয়।'
এসময় দোকানে অন্য কোনো ক্রেতা ছিল না বলেও জানান তিনি।
'এমন যৌন হয়রানির ঘটনা কোনোভাবেই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এমনই এক ঘটনা যা প্রতিনিয়ত এই সমাজে আমরা, মেয়েরা ফেইস করছি। ঘটনার পর থেকে আমরা দুজন এতটাই 'ট্রমাটাইজ' হয়ে যাই যে তাৎক্ষণিকভাবে কি করব সেটি বুঝে উঠতে পারছিলাম না।'
মার্কেট কর্তৃপক্ষ'কে সঙ্গে সঙ্গে ঘটনাটি জানালেও তারা বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।
'আমরা মার্কেট কর্তৃপক্ষকে পুরো ঘটনাটি জানালে তারা দায়সারা ভাবে আমাদের নাম্বার রেখে পরে বিষয়টি দেখবে বলে জানায়, পরে আমরা ক্যাম্পাসে চলে আসি।'
ক্যাম্পাসে এসে সহপাঠীদের বিষয়টি জানান ওই দুই শিক্ষার্থী।এনিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলেন জাবি শিক্ষার্থীরা। ঘটনাটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়তে শুরু করলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম টিবিএস কে বলেন, 'গতকাল (শনিবার) রাতে অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে তা মামলা হিসাবে রেকর্ড করার পাশাপাশি অভিযুক্ত দু'জনকে গ্রেপ্তার করে আজ রবিবার (২২ মে) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।'
এবিষয়ে জানতে সাভার নিউ মার্কেটের জিএম মো. মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।