দেশে সড়ক দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত রোগী বাড়ছে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
15 May, 2022, 05:50 pm
Last modified: 15 May, 2022, 06:07 pm
দেশে সড়ক দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত রোগী আশঙ্কাজনক হারে বাড়ছে...

দেশে সড়ক দুর্ঘটনা বাড়ছে আশঙ্কাজনক হারে। দুর্ঘটনায় আহত রোগীদের ৫-৬% স্পাইনাল ইনজুরি (মেরুদণ্ডে আঘাত) নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে পক্ষাঘাতগ্রস্থ রোগীও বাড়ছে। সড়ক পক্ষাঘাতগ্রস্থ রোগীদের চিকিৎসায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও ভূমিকা রাখতে হবে।

রোববার (১৫ ম) দুপুরে বাংলাদেশ স্পাইন ও অর্থোপেডিক হাসপাতালে বাংলাদেশি সার্জনদের জন্য থোরাকো-লাম্বার স্পাইনের অস্ত্রপাচার সম্পর্কিত এক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

'বেসিক টেকনিকস অব থোরাকো-লাম্বার স্পাইন ফিক্সেসন' শীর্ষক এই কর্মশালার কোর্স করডিনেটর অধ্যাপক ডা. মো. শাহ আলম বলেন, ২ দিনের কর্মশালা বাংলাদেশের স্পাইন সার্জনদের জন্য খুবই কার্যকর হয়েছে, যা তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

তিনি বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় যেভাবে পক্ষাঘাতগ্রস্থ রোগী বাড়ছে সেটা আশঙ্কাজনক। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের সাথে সাথে বেসরকারি হাসপাতালগুলোকে সেবা ও দক্ষতা বাড়াতে হবে। নাহলে এত সংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না।

অধ্যাপক ডা. মো. আব্দুল গনি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বলেন, এই ঈদের ছুটিতে প্রায় ৬০০ এক্সিডেন্ট কেস এসেছে শুধু নিটোরে। যার মধ্যে স্পাইনাল ইনজুরি ৫-৬ শতাংশ। সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে মৃত্যুর হার অনেক বেশি। আমাদের ১০০০ শয্যার হাসপাতালে ট্রমার রোগী সামলাতে আমরা হিমশিম খাচ্ছি। শুধু ঢাকা নয় রেফারেল কেস আসছে সারা দেশ থেকে। সব রোগীর সেবা দিতে সরকারি হাসপাতাল পারবে না, প্রাইভেট হাসপাতালকেও সহায়তা করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিটোর এর সাবেক পরিচালক ও বাংলাদেশ স্পাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. খ. আব্দুল আওয়াল রিজভী বলেন, বিকলাঙ্গতা চিকিৎসায় সার্জনদের দক্ষতা অর্জনের বিকল্প নেই। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে দিন দিন স্পাইনের বিভিন্ন রোগ বাড়ছে। এর মধ্যে মেরুদণ্ডের বিকলাঙ্গতা ও যক্ষ্মা অন্যতম। এসব সমস্যার জন্য দেশের মানুষকে ছুটতে হত বিশ্বের বিভিন্ন দেশে। তবে আশার কথা হলো, মেরুদন্ডের উন্নত চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে। সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি হাসপাতালে এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশের মত  জনবহুল রাষ্ট্রে দক্ষ, প্রশিক্ষিত স্পাইন সার্জন তৈরির বিকল্প নেই। 

কর্মশালায় ভারতের দিল্লির স্পাইনাল ইনজুরি সেন্টারের স্পাইন সার্জারি বিভাগের কলসালটেন্ট ও বিভাগীয় প্রধান গুরুরাজ এম সানগোনথিমাত এবং বাংলাদেশের অভিজ্ঞ ৮ জন স্পাইন সার্জন এই কর্মশালায় মেরুদন্ডের আধুনিক অপারেশনের কৌশল নিবন্ধিত ২৮ জন অংশগ্রহণকারীকে হাতেকলমে প্রশিক্ষণ দেবেন। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.