মৌলভীবাজারে মহা বিপন্ন বনরুই উদ্ধার 

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি
23 February, 2022, 05:50 pm
Last modified: 01 March, 2022, 09:53 pm
বনরুইটি এখন লাউয়াছড়া রেস্কিউ সেন্টারে আছে। তার সুস্থতা নিশ্চিত করে লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে। 

মৌলভীবাজারের কমলগঞ্জ  উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে একটি মহাবিপন্ন প্রজাতির বনরুই উওদ্ধার করেছে বনবিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফ (এসইডবলিউ)।  

বনবিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় চা শ্রমিক ভুদা বাউড়ির বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়েছে। সে গতকাল সন্ধ্যায় পাহাড়ি ছড়ার পাশে থেকে এটি ধরে নিয়ে যায়।

রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বনরুইটি এখন লাউয়াছড়া রেস্কিউ সেন্টারে আছে। তার সুস্থতা নিশ্চিত করে লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে। 

সরীসৃপ গবেষক শাহারিয়ার রহমান সিজার জানান, বইরুই একসময় ভাল অবস্থানে ছিল, বর্তমানে চোরাকারবারিদের অন্যতম টার্গেট এই প্রাণী। দিনে দিনে মহাবিপন্ন হয়ে গেছে এটি। সিলেটের ও পার্বত্য অঞ্চলের কিছু বনে এদের দেখা মিলে । 

তিনি আরও জানান, মাঝেমধ্যে যখন উদ্ধার হয় তখন সেগুলোকে লাউয়াছড়া বা বিভিন্ন সাফারি পার্কে অবমুক্ত করা হয়। সেই প্রাণীগুলো কেমন আছে বা অবমুক্তের পর  কতোটা সারভাইভ করে তা নিয়ে গবেষণা প্রয়োজন। 

আজ দুপুরে বনরুইটি উদ্ধার করা এসময় উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন এসইডব্লিউ এর খোকন থৌনাউজোম, সোহেল শ্যাম, কাজল হাজরা, সৌরভ প্রসাদ সোম  ও রাজিব দেবনাথ, বনবিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল মিত্র,রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলামসহ অন্যান্য স্টাফ।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.