ওমিক্রন ততো বেশি ক্ষতি করে না এ ধারণা ভুল: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
09 February, 2022, 04:35 pm
Last modified: 09 February, 2022, 04:39 pm
“ওমিক্রন শনাক্তের পর সারাবিশ্বে ৫ লাখ মানুষ মারা গেছে”। 

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ততো বেশি ক্ষতি করে না এ ধরনের বিশ্বাসের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ব্রিফিংয়ে এ ধরনের বিশ্বাসকে 'মিথ' হিসেবে অভিহিত করেন তিনি।  

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ওমিক্রন শনাক্তের পর সারাবিশ্বে ৫ লাখ মানুষ মারা গেছে। 

কোভিডজনিত মৃত্যু কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্ক পরার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে টিকাদানের হার আশাব্যঞ্জক। 

"এ পর্যন্ত ১ কোটি ৪২ লাখ শিক্ষার্থী প্রথম ডোজের এবং ৩০ লাখ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন," 

"দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১ কোটি ৮১ লাখ প্রথম ডোজ এবং ১ কোটি ৫৫ লাখ দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে ভ্যাকসিন দিচ্ছে"। 

গত ৬ ফেব্রুয়ারি কওমী মাদ্রাসার শিক্ষার্থী ও গৃহহীনদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.