গাজীপুর সাফারি পার্কে ২৩দিনে ৯টি জেব্রার মৃত্যু, গোপন রেখেছিল পার্ক কর্তৃপক্ষ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি  
25 January, 2022, 05:00 pm
Last modified: 25 January, 2022, 05:03 pm
“মৃত্যুর আগ থেকে এদের মৃত্যুর কোন রোগের উপসর্গ দেখা যাচ্ছে না। প্রাণীগুলো বন্য, এদের কাছে যাওয়া যায় না। হঠাৎ তারা দল থেকে আলাদা হয়ে পড়ে যায়, সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হয় এবং পেট ফুলে গিয়ে মুখ দিয়ে ফেনা বের হয়।”

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত তিন সপ্তাহের ব্যবধানে নয়টি জেব্রার মৃত্যু হয়েছে। গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সময়ে জেব্রাগুলো মারা যায়। 

মঙ্গলবার (২৫জানুয়ারি) সকালে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো: জাহিদুল কবির। তবে ২জানুয়ারি থেকে পার্কে জেব্রা মৃত্যু হলেও পার্ক কর্তৃপক্ষ বিষয়টি গোপন করে রেখেছিল। সবশেষ সোমবার রাতে পার্কে জেব্রার মৃত্যু বিষয়টি প্রকাশ পায়।

নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার সাফারী পার্কে বৈঠকে বসছেন বিশেষজ্ঞদল। প্রকল্প পরিচালক মো: জাহিদুল কবির জানান, খাদ্যে বিষক্রিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণসহ নানা কারণে জেব্রাগুলোর মৃত্যু হতে পারে। তবে এ বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার পার্কে বৈঠকে বসবেন বিশেষজ্ঞদল ।

তিনি বলেন, "জেব্রা দলবেঁধে চলে। মৃত্যুর আগ থেকে এদের মৃত্যুর কোন রোগের উপসর্গ দেখা যাচ্ছে না। প্রাণীগুলো বন্য, এদের কাছে যাওয়া যায় না। হঠাৎ তারা দল থেকে আলাদা হয়ে পড়ে যায়, সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হয় এবং পেট ফুলে গিয়ে মুখ দিয়ে ফেনা বের হয়। করোনা সন্দেহে পিসিআর ল্যাবে মৃত্যু জেব্রা গুলোর নমুনা পাঠিয়ে পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট গুলো নেগেটিভ এসেছে। এছাড়াও খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে এমন সন্দেহে খাবার গুলোও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। মৃত জেব্রা গুলোর ফুসফুস, লিভার, মৃত্যুর পর পেটে থাকা অর্ধগলিত খাবার গুলোর পরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট চলে এসেছে। তবে জেব্রাগুলো যে খাবার খাচ্ছে তা পার্কে থাকা অন্যান্য প্রাণীগুলোও খাচ্ছে, খাদ্যে বিষযক্রিয়ায় মৃত্যু হলে অন্যান্য প্রাণীগুলোরও মৃত্যু হতে পারতো।"

তিনি আরও বলেন, মৃত্যু হওয়া জেব্রাগুলোর মধ্যে বেশির ভাগই মাদী জেব্রা অর্থাৎ ৯০ভাগই মাদী জেব্রা। পার্কে জন্ম নেয়া জেব্রাগুলোর মৃত্যু বেশি হয়েছে। 

আজ মঙ্গলবার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারী অনুষদের তিনজন বিশেষজ্ঞ, ঢাকা চিড়িয়াখানার সাবেক কিউরেটর মোঃ শহিদুল্ল্যাহ্ ও গাজীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষজ্ঞ দলের একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে মৃত্যুর কারণ অনুসন্ধানসহ নানা বিষয় খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। 

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমান জানান, গত ২ জানুয়ারি থেকে পার্কের আফ্রিকান কোর সাফারির জেব্রা বেষ্টনীতে জেব্রাগুলোর মৃত্যু হয়। আজ পর্যন্ত  নয়টি জেব্রার মৃত্যু হয়েছে। এরই মধ্যে জেব্রার মৃত দেহের নমুনা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়। সোমবার রাতে ওই প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষার ফলাফলও পেয়েছেন তারা। 

ওই ফলাফল হাতে নিয়েই মঙ্গলবার সকালে সাফারিপার্কে বিশেষজ্ঞদল বৈঠকে বসবেন। সর্বশেষ পার্কে ৩১টি জেব্রাছিল। নয়টি জেব্রা মৃত্যুর পর পার্কটিতে জেব্রা বেঁচে আছে ২১টি।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.