জিজ্ঞাসাবাদের জন্য শিল্পকলার ডিজি লিয়াকতকে দুদকের তলব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2022, 02:00 pm
Last modified: 06 January, 2022, 02:02 pm
বুধবার দুদকের উপপরিচালক মোঃ ইব্রাহিম স্বাক্ষরিত এক নোটিশে শিল্পকলার মহাপরিচালককে ১৬ জানুয়ারি ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির (বিএসএ) মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার দুদকের উপপরিচালক মোঃ ইব্রাহিম স্বাক্ষরিত এক নোটিশে শিল্পকলার মহাপরিচালককে ১৬ জানুয়ারি ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য (জনসংযোগ) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে লিয়াকত আলীকে একাডেমির ব্যয়ের নথি জমা দিতে বলেছে দেশের দুর্নীতিবিরোধী প্রধান এই ওয়াচডগ। এ বিষয়ে গত বছরের ২ জানুয়ারি তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয় তারা।

দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে দুই সদস্যের একটি দল বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। দলের আরেক সদস্য হলেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

একাডেমির ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরে বরাদ্দকৃত বাজেটের ব্যয়ের নথি চেয়ে দুদুক। সেইসঙ্গে ২০২০-২১ অর্থবছরে করোনাভাইরাস মহামারি চলাকালীন ভার্চুয়াল প্রোগ্রাম আয়োজনের খরচ বাবদ অতিরিক্ত বরাদ্দকৃত ৩৫০ মিলিয়ন টাকার হিসাবও চেয়েছে প্রতিষ্ঠানটি। শিল্পকলা একাডেমিকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব খরচের সোনালী ব্যাংকের স্টেটমেন্ট ও ভাউচার দেখাতে বলা হয়েছে। 

কমিশন শিল্পকলা কর্তৃপক্ষকে আগামী ১১ জানুয়ারির মধ্যেই এসব প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলেছে।

গত কয়েক মাসে শিল্পকলার মহাপরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণসহ বেশকিছু অনিয়ম ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ২৬ কোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে।

দুদকের কাছে প্রাপ্ত অভিযোগ পত্রে বলা হয়েছে, লিয়াকত আলী কৌশলে একাডেমির নিয়ম-নীতি লঙ্ঘন করে একজন চুক্তিভিত্তিক পরিচালককে সচিব পদে নিয়োগ দেওয়ার মাধ্যমে ২৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.