ঈদে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সংবাদকর্মীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2024, 03:55 pm
Last modified: 06 April, 2024, 05:08 pm
ছুটির এ সময়টিতে সংবাদপত্র প্রকাশিত হবে না। 

এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা রেকর্ড ৬ দিনের ছুটি পাচ্ছেন। আজ শনিবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বৈঠক শেষে ৯ থেকে ১৪ এপ্রিল ছুটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ছুটির এ সময়টিতে সংবাদপত্র প্রকাশিত হবে না। 

প্রতিবছর সাধারণত ২৯ রমজান থেকে সংবাদকর্মীরা ছুটি ভোগ করে থাকেন। রোজা ৩০টি হলে সে বছর ৪ দিনের ছুটি পান তারা। সে হিসেবে এ বছর আসন্ন ঈদুল ফিতরে আগামী ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ ছুটি হওয়ার কথা। কিন্তু এবার ঈদের ছুটি শেষ হওয়ার এক দিন পরই (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি। তাই ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয় নোয়াব। 

নোয়াবের বৈঠকে ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার বিষয়ে বেশিরভাগ সদস্যই সম্মত হন। এদিন পত্রিকা প্রকাশ হলেও সংবাদপত্র বিপণন সংস্থা সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমিতি তা বিপণনে অপারগতা জানায়। অন্যদিকে ঈদের ছুটির এক দিন পরই পহেলা বৈশাখের ছুটি থাকায় সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নও (ডিইউজে) নোয়াবের কাছে ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার আহ্বান জানায়।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.