পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার বান্দরবান যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2024, 09:30 pm
Last modified: 20 April, 2024, 01:45 pm
এছাড়া, রোয়াংছড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান জেলার পুলিশ কর্মকর্তা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দিতে আগামীকাল শনিবার (৬ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বান্দরবানে যাচ্ছেন বলে জানিয়েছে জেলা পুলিশের একটি সূত্র।

বিষয়টি স্বীকার করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) টিবিএসকে বলেন, "শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবান পরিদর্শনে আসছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি পরবর্তী নির্দেশনা দিলে সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।"

একইসঙ্গে হামলা হতে পারে– এমন আশঙ্কায় রোয়াংছড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, "যেকোনো ধরনের হামলা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।"

"বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবাই সমন্বিতভাবে কাজ করছে," যোগ করেন তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রুমা সোনালী ব্যাংকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি আগ্নেয়াস্ত্র লুটপাট করে। ভল্টের টাকা নিতে না পেরে ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় তারা। 

এর পরের দিন থানচি বাজারের সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় কৃষি ব্যাংক থেকে ২ লাখ ৪২ হাজার টাকা এবং সোনালী ব্যাংক থেকে আনুমানিক ১৫ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।

সবশেষ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে রুমা থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করে র‌্যাব। কিন্তু এ ঘটনার দুই ঘণ্টার মধ্যে আবারও থানচি বাজার ও থানায় হামলা করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের প্রতিহত করতে অন্তত ৫০০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। ওইদিন মধ্যরাতে বান্দরবানের আলীকদম ২৬ মাইল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টেও গুলির ঘটনা ঘটে।

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.