পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 March, 2024, 02:20 pm
Last modified: 14 March, 2024, 02:35 pm
সড়ক অবরোধের কারণে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী দিয়ে কোনো যানবাহন ঢাকায় প্রবেশ করতে পারেনি।

রাজধানীর গাবতলীতে পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুর ঘটনায় আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকার মিরপুর এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তার সহকর্মীরা।

আমেনা বেগম (৪৫) নামের ওই পরিচ্ছন্নতাকর্মী আজ ভোর ৫টা ৪৫ মিনিটে গাবতলী বাস টার্মিনালের প্রায় ১৫০ মিটার দক্ষিণে গাবতলী-দ্বীপনগর সড়কে বেপরোয়া গতির একটি পিক-আপের ধাক্কায় নিহত হন। 

এ ঘটনায় তার সহকর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

সড়ক অবরোধের কারণে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী দিয়ে কোনো যানবাহন ঢাকায় প্রবেশ করতে পারেনি।

এই দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

ডিএমপির দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, বৃহস্পতিবার ভোরে পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগম দায়িত্ব পালনের উদ্দেশ্যে গাবতলি-দ্বিপনগর মোহাম্মদপুর সড়কের ঢাল বেয়ে সড়কের ওপরে উঠতে গেলে বেপরোয়া গতির মাটিভর্তি একটি পিক-আপ ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাচ্ছিল। খানাখন্দে ভরা নির্মাণাধীন কাটা সড়কে বেপরোয়া গতিতে চলতে থাকা পিক-আপটির কিছুটা সামনেই গভীর কাটা গর্ত দেখে চালক হতবুদ্ধি হয়ে ডানদিকের ফুটপাতের দিকে গাড়ি চালিয়ে দিলে রাস্তায় উঠতে থাকা আমেনা বেগমকে তা সজোরে ধাক্কা দেয়। এতে প্রায় ১০০ ফুট দূরে খাদে সজোরে আছড়ে পড়েন আমেনা বেগম; ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দূর্ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রায় ১৫০০ পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বসে অবরোধ সৃষ্টি করেন। এতে সকাল থেকে রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়। থমকে যায় যানচলাচল। 

এদিকে, আন্দোলনকারী পরিচ্ছন্নতাকর্মীরা ঝুঁকিভাতাসহ তাদের দাবিদাওয়া মেনে নেওয়ার আগ পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অপ্রতিকার ঘটনা এড়াতে ঘটনাস্থল গাবতলি তিনরাস্তায় অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।

ডিএমপির মিরপুর জোনের দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, খবর পেয়ে সকাল ৯টার দিকে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তিন ঘণ্টার অবরোধে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.