৪৬তম বিসিএসের তারিখ চূড়ান্ত, প্রিলিমিনারি ২৬ এপ্রিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2024, 06:25 pm
Last modified: 19 February, 2024, 06:35 pm
সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) এর জন্য ২০২৪ সালের ৯ মার্চ তারিখ নির্ধারিত ছিল। কিন্তু নির্বাচন কমিশন উল্লেখিত তারিখে ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করায় ২৬ এপ্রিল প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। 

৪৬তম বিসিএসের প্রিলিমিনারির তারিখ চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) এর জন্য ২০২৪ সালের ৯ মার্চ তারিখ নির্ধারিত ছিল। কিন্তু নির্বাচন কমিশন উল্লেখিত তারিখে ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করায় ২৬ এপ্রিল প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। 

"ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠানের জন্য পিএসসি সিদ্ধান্ত গ্রহণ করেছে"- বিজ্ঞপ্তিতে আরও বলা হয়। 

৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.