সীমান্তে যেকোনো নিরাপত্তা ঝুঁকির বিষয়ে আমরা প্রস্তুত আছি: ওবায়দুল কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2024, 06:15 pm
Last modified: 19 February, 2024, 06:24 pm
আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ ও সার্বভৌমত্বে আঘাত করেছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘কোনো বিবেকবান রাজনীতিবিদ এ কথা বলতে পারেন না। মিথ্যাচার তাদের চিরাচরিত ধারাবাহিকতা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্তে ঝুঁকি থাকতেই পারে। তবে বাংলাদেশ এ ব্যাপারে প্রস্তুত আছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, 'সীমান্ত রক্ষায় বাংলাদেশ সদা তৎপর রয়েছে। বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে। মিয়ানমারে অস্থিরতা সীমান্তে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করতে পারে। তাই আমরা প্রস্তুত আছি।'

আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ ও সার্বভৌমত্বে আঘাত করেছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, 'কোনো বিবেকবান রাজনীতিবিদ এ কথা বলতে পারেন না। মিথ্যাচার তাদের চিরাচরিত ধারাবাহিকতা।'

সর্বশেষ জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, বহির্বিশ্বের একটি অংশও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমালোচনা করেছে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ ও সেখানে তার বক্তব্যে অংশ নেওয়া বাংলাদেশের গুরুত্বকেই তুলে ধরে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, 'বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন হয়েছে। এ নির্বাচন নিয়ে সমালোচনা মুখর ছিল বহির্বিশ্বের একটা অংশ। তার পরও নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করা ও গুরুত্বপূর্ণ একটা বক্তব্যে অংশীদার করা—এটা বিশ্বে বাংলাদেশের গুরুত্ব কতটা সেই পরিচয় বহন করে।'

তিনি আরও বলেন, ''প্রধানমন্ত্রী সেখানে যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন। 'গাজায় গণহত্যা বন্ধ কর' বক্তব্য দেওয়ার মতো সাহস দেখাতে পারেননি বিশ্বনেতারা। এখানে আমরা শেখ হাসিনার সাহসী কূটনীতি দেখেছি।''

দ্রব্যমূল্য বাড়ছে, সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার- বিএনপির এমন অভিযোগ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'বিরোধী দলের এখন আর কিছু নেই। জনগণ নেই, তাদের কর্মীরাও নেই। এখন কিছু না কিছু তো জনগণ ও কর্মীদের সামনে বলতে হবে। এজন্য কথামালার চাতুরি তারা করছে।'

ওবায়দুল কাদের বলেন, 'কিছু কিছু জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, আবার কিছুকিছু পণ্যের দাম কমতির দিকে। বাজার ওঠানামা চিরদিনই আছে। বিশ্ব প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্য বাড়ছে, সরকার এখানে কোনো উদাসীনতা দেখায়নি। সক্রিয় আছে, সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষ্ক্রিয় হয়ে বসে নেই, যা করণীয় অবশ্যই করছি।'

জাতীয় পার্টি ভাঙা হচ্ছে- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'জাতীয় পার্টির আজকে যারা সংসদে বিরোধী দল গঠন করেছে, এর বাইরে যারা জাতীয় পার্টির নামে কোনো একটা ভাগ সৃষ্টি করছে সেটা তাদের নিজেদের ব্যাপার।' কাজেই এ নিয়ে আমাদের মাথা ঘামানো কিংবা উদ্বেগের কিছু নেই বলেও জানান ওবায়দুল কাদের।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.