পায়রায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী সৌদি আরব: সালমান এফ রহমান 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2024, 12:05 pm
Last modified: 07 February, 2024, 01:00 pm
দেশের চলমান ডলার সংকটে সৌদি আরবের সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান সালমান এফ রহমান। তিনি বলেন, 'আমরা সৌদি থেকে জ্বালানি আমদানিতে মূল্য পরিশোধের ক্ষেত্রে ৪৫ দিন সময় পাই। কিন্তু ডলারের কারণে আমরা তাদের বলেছি আমাদের যদি এক বছর সময় দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। তারা বলেছে, তারা সেটি বিবেচনা করবে।'

পায়রায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সৌদি আরবের বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, 'আমরা বাংলাদেশে সৌদি আরবকে একটি অর্থনৈতিক অঞ্চল দিতে চাই। তাদের বিনিয়োগমন্ত্রী পায়রাতে অর্থনৈতিক অঞ্চল করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।'

তিন দিনের সৌদি আরব সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, 'সৌদি আরবে দুই দেশের যৌথ মালিকানায় ইউরিয়া সার কারখানা স্থাপন করব। উৎপাদিত ইউরিয়ার শতভাগ আমরাই আমদানি করব। তারা এ প্রস্তাবে আগাতে চায়। আগামী মার্চের মধ্যে চুক্তিটির সম্ভাব্যতা যাচাই শেষ হবে।'

তিনি আরও বলেন, 'শুধু সরকার টু সরকার নয়, এখানে বেসরকারি খাতেরও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।' 

সৌদি আরবে ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশনের (আইএমসিটিসি) সভার প্রসঙ্গ টেনে সালমান এফ রহমান বলেন, 'কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। ইসলামের নামে যে সন্ত্রাসবাদ হয় সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান। সন্ত্রাস সন্ত্রাসই। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। ইসলামের বদনামের জন্য তারা এসব করে।' 

তিনি বলেন, 'এই সংস্থার মাধ্যমে ইসলামিক দেশগুলোর মধ্যে যে সহযোগিতা আছে, সেটি আরও বেগবান করার বিষয়ে সবাই একমত। সেখানে জোরালোভাবে ফিলিস্তিন এবং গাজায় যা হচ্ছে সবাই নিন্দা জানিয়েছে এবং সমস্যার সমাধান করতে বলেছে।' পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধানেও তারা কাজ করতে চেয়েছেন বলে জানান তিনি।

দেশের চলমান ডলার সংকটে সৌদি আরবের সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান সালমান এফ রহমান। তিনি বলেন, 'আমরা সৌদি থেকে জ্বালানি আমদানিতে মূল্য পরিশোধের ক্ষেত্রে ৪৫ দিন সময় পাই। কিন্তু ডলারের কারণে আমরা তাদের বলেছি আমাদের যদি এক বছর সময় দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। তারা বলেছে, তারা সেটি বিবেচনা করবে।'

শেভরন বিবিয়ানাতে নতুন বিনিয়োগ করতে চাচ্ছে জানিয়ে তিনি বলেন, 'তারা বলছে এখানে আমরা ভাবছি গ্যাস আছে। কিন্তু ড্রিলিং না করা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফলে আমরা এখানে নতুন বিনিয়োগ করতে চাই। তারা গভীর সমুদ্রে তেল, গ্যাস অনুসন্ধানেও আগ্রহী। আমাদের অর্থনৈতিক যে উন্নতিটা হবে, সেখানে জ্বালানি খাত খুবই গুরুত্বপূর্ণ।'

খাদ্য নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, 'তারা এ খাতে বিনিয়োগের সম্ভাবনা গবেষণা করে দেখবে। মূলত তারা বাংলাদেশে সবজি, মাছ বা অন্য কোনো খাদ্যদ্রব্য উৎপাদন করবে। এর পর সেগুলো তারা তাদের দেশে নিয়ে যাবে।'

বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইএমসিটিসি সভায় যোগ দেন সালমান এফ রহমান। সভায় জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত করণীয় বিষয়ে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও সৌদি আরবে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সে দেশের জ্বালানিমন্ত্রী, বিনিয়োগমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সালমান এফ রহমান।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.