বাংলাদেশে হতাহত ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিন: মিয়ানমারকে বাংলাদেশ
বাংলাদেশে হতাহতের কারণ হতে পারে এমন 'যেকোনো অগ্রহণযোগ্য পরিস্থিতি' বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
রাখাইন থেকে পালিয়ে আসা ব্যক্তিদের আর কোনো অনুপ্রবেশ বন্ধ করা এবং সীমান্তবর্তী এলাকায় আকাশসীমা লঙ্ঘন না করার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান দৃঢ় করেছে।
মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল ও গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার সকালে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ঘটে যাওয়া ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার উইং) মিয়া মো. মাইনুল কবির রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে এই প্রতিবাদলিপি হস্তান্তর করেন।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়, রাখাইন রাজ্যের সুরক্ষা ও নিরাপত্তা সম্ভাব্য প্রত্যাবর্তনকারীদের প্রধান উদ্বেগের বিষয়।
উপযুক্ত সময়ে প্রত্যাবাসন শুরু করতে এবং পরিস্থিতির উন্নয়নে মিয়ানমার সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ।
২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের কথা উল্লেখ করে তাদের ফিরিয়ে নিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
বাংলাদেশের সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের নীতির ওপরও গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগের বিষয়টি জরুরি ভিত্তিতে তাদের কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।
তিনি বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বিজিপি সদস্যদের দ্রুততম সময়ে ফিরিয়ে নেওয়ার বিষয়ে তাঁর সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।