চলতি বছর দেশে এইডস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2023, 06:50 pm
Last modified: 27 December, 2023, 06:55 pm
চলতি বছর এইডস আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ১ হাজার ১১৮ জন, বাকিরা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাস করা রোহিঙ্গা।

চলতি বছর দেশে এইডস আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৬ জন। আর মারা গেছেন ২৬৬ জন, যা এপর্যন্ত এক বছরে সবচেয়ে বেশি এইডসে আক্রান্ত ও  মৃত্যুর সংখ্যা। এর আগে ২০২২ সালে এইডস আক্রান্ত হয়েছিল ৯৪৭ জন, আর মৃত্যু হয়েছিল ২৩২ জনের।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটরিয়মে এইডস দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মাহফুজুর রহমান এক উপস্থাপনায় জানান, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে– এক বছরে আক্রান্ত এবং মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা এ বছরেই হয়েছে। এপর্যন্ত দেশে এইডসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮৪ জন। আর মৃত্যু হয়েছে ২ হাজার ৮৬ জনের। বাংলাদেশে এইচআইভি ভাইরাস বহনকারী মানুষের সংখ্যা ১৫ হাজারের বেশি।'

চলতি বছর এইডস আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ১ হাজার ১১৮ জন, বাকিরা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাস করা রোহিঙ্গা।

এক বছরে আক্রান্ত বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪২ জন রোগী ঢাকার। এ ছাড়া, চট্টগ্রামে ২৪৬, রাজশাহীতে ১৭৫, খুলনায় ১৪১, বরিশালে ৭৯, সিলেটে ৬১, ময়মনসিংহে ৪০ এবং রংপুর জেলায় ৩৪ জন এইডস রোগী শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে ৮৫০ জন পুরুষ ও ২৭৮ জন নারী। আর ৯ জন তৃতীয় লিঙ্গের।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম বলেন, 'এইডস আক্রান্তদের দূরে সরিয়ে রাখা যাবে না। সরকার এইডসের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধসহ সব ধরনের সেবা দিচ্ছে। আমাদের এখানে অপারেশনসহ চিকিৎসায় রি-ইউজেবল (পুনর্ব্যবহারযোগ্য) অনেক কিছু ব্যবহার করা হয়। ওই জিনিসগুলো জীবাণুমুক্ত করার বিষয়টি নিশ্চিত করতে হবে। নইলে দেখা যাবে একজন ব্যক্তি কোলনস্কপি, এন্ডোস্কপি বা যে কোনো এক একটা স্বাস্থ্যপরীক্ষা করাতে এসে আক্রান্ত হয়ে গেলেন।'

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, পুরুষ যৌনকর্মীদের মধ্যে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া পুরুষ সমকামীদের মধ্যেও এই রোগ ছড়াচ্ছে। যারা ইনজেকশন ব্যবহার করে শিরায় মাদক নেন, সেইসব মাদকসেবীরাও এইডসে আক্রান্ত হচ্ছেন।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.