মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেল ও ১৩টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2023, 05:15 pm
Last modified: 11 November, 2023, 05:45 pm

কক্সবাজারে ১৩টি প্রকল্পের পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের ১৪.৩ কিলোমিটার চ্যানেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (১১ নভেম্বর) বিকেলে তিনি জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে আরও চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় এক জনসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, 'বিরোধী দলের থাকাকালীন এসব এলাকায় এসে দেখেছি এখানে লবণ চাষ ছাড়া কিছুই হতো না। সেই লবণ চাষিদের পাশে দাঁড়িয়েছি। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে মাতারবাড়ীতে এসেছি। তখন শুনেছি এসব এলাকার মানুষের সার্বিক দাবি। তাই ক্ষমতায় আসার পর এসব এলাকার উন্নয়নে কাজ শুরু করি।

'আজ রেল লাইন উদ্বোধন করলাম। এখন রেলযোগে [কক্সবাজার থেকে] চট্টগ্রাম, ঢাকায় যাওয়া সহজ হবে।'

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা ক্ষমতা এসেছে, তারা কেউই এই এলাকার উন্নয়ন করেনি। 

প্রধানমন্ত্রী বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশে একটা মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না। কেউ থাকলে জানাবেন, তাদেরকে গৃহ ও ভূমি দেওয়া হবে।'

কক্সবাজারের মানুষকে নিজেদের জমিতে খাদ্য ও সবজি উৎপাদন করার আহ্বানও জানান তিনি।

শেখ হাসিনা আরও বলেন, 'দেশের মানুষ শান্তিতে থাকুন, এটা আমরা চাই। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এদেশের মানুষ না খেয়ে থাকবেন না।

'মানুষ যাতে কোনোভাবেই কষ্ট না পায়, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।'

প্রধানমন্ত্রী জানান, লবণ চাষিরা যাতে লবণ চাষ করতে পারেন, সেজন্য জমি এবং বাসগৃহ হারানো মানুষকে ঘর দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।

কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হয়েছে হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন, জেলায় ফুটবল স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ হবে। এছারা প্রতিটি উপজেলায় মিনি-স্টেডিয়ামও নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি।

আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমার বাবা এই দেশ স্বাধীন করে গেছেন। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমি অঙ্গীকারবদ্ধ। আমি পিতা, মা, ভাই সবাইকে হারিয়েছি। তাদের সবাইকে হত্যা করা হয়েছে। আমি এদেশের মানুষের মঙ্গল ছাড়া আর কিছুই চাই না।

'জিয়াউর রহমান আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছেন। সব বাধা উপেক্ষা করে এদেশে এসেছি এদেশের মানুষকে ভালোবেসে। বাংলাদেশের মানুষ উন্নত জাতি হবে, এটা আমার একান্ত চাওয়ার ছিল। তার জন্যই কাজ করছি। সেজন্য নৌকায় ভোট দিতে হবে।'

বিরোধী দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে বাসে আগুন দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'যারা এদেশের মানুষকে ভালোবাসে না, তারাই বাসে আগুন দিচ্ছে। মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এরা সব ধ্বংস করতে জানে। সৃষ্টি করতে জানে না। তাদের কাছ থেকে সর্তক থাকতে হবে।'

তিনি বলেন, 'এই বাংলাদেশের মানুষ আমার পরিবার। আপনাদের মাঝে আমার বাবা-মা-ভাইয়ের স্নেহ পেয়েছি। আপনাদের জন্য আমি আমার বাবার মতো জীবন দিতেও রাজি।'

এর আগে শনিবার সকালে দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে উদ্বোধন করেন সেখানে স্থাপিত আইকনিক রেলস্টেশনও।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.