গাজীপুরে বিক্ষোভ চলাকালে পোশাক কর্মী নিহত
গাজীপুরের ভোগড়া বাইপাস সড়কে আজ (৩০ অক্টোবর) বিকালে বিক্ষোভ চলাকালে এক পোশাক কর্মী নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে জানিয়েছেন, নিহত মো. রাশেল (২৫) একটি পোশাক কারখানায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের চলমান বিক্ষোভে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রাসেলকে প্রথমে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
পরে বিকাল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।