বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বায়ু থেকে অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর উদ্বোধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 September, 2023, 08:55 pm
Last modified: 21 September, 2023, 09:04 pm
বিএসএমএমইউতে স্থাপিত জেনারেটরটি প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদনে সক্ষম। এটি বাতাস থেকে নাইট্রোজেন অপসারণ করে ৯০ থেকে ৯৩ শতাংশ বিশুদ্ধ অক্সিজেন তৈরি করতে পারবে।

বাতাস থেকে নাইট্রোজেন অপসারণ করে অক্সিজেন তৈরির ভ্যাকুয়াম সুইং অ্যাবজর্পশন (ভিএসএ) জেনারেটর উদ্বোধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ জেনারেটর উদ্বোধন করেন উপাচার্য (ভিসি) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং নার্সিং অনুষদের ডিন ও অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক।

ভিসি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে তৎপর রয়েছে। দায়িত্ব নেওয়ার পর আমি চিকিৎসাসেবা, স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা গবেষণায় বিশ্বব্যাপী ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তিকে একীভূত করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

'এরই মধ্যে অনেক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। কিছু বাকি আছে। আজ এই অক্সিজেন জেনারেটর উদ্বোধন তারই একটি বিশেষ অংশ। এই অক্সিজেন জেনারেটর চালুর মাধ্যমে রোগীর চাহিদা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন সরবরাহ করা যাবে।'

বিএসএমএমইউতে স্থাপিত জেনারেটরটি প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদনে সক্ষম। প্রাথমিকভাবে এ জেনারেটর বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ও কেবিন ব্লকে অক্সিজেন সরবরাহ করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এটি স্থাপনের ফলে বিএসএমএমইউ-এর বাইরের প্রতিষ্ঠানের ওপর অক্সিজেনের নির্ভরতা কমবে এবং জেনারেটরটি কেবল বিদ্যুৎ ব্যবহার করবে।

এটি বাতাস থেকে নাইট্রোজেন অপসারণ করে ৯০ থেকে ৯৩ শতাংশ বিশুদ্ধ অক্সিজেন তৈরি করতে সক্ষম।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.