কিছুটা কমেছে সবজির দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 July, 2023, 11:50 pm
Last modified: 21 July, 2023, 11:51 pm
কাঁচামরিচের দামও কমতে শুরু করছে। গত সপ্তাহে খুচরা বাজারে ৩৫০ টাকা থেকে কমে এখন ২০০–২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে এটি।

ঈদুল আজহার পর অনেকটা বেড়ে যাওয়া সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

শুক্রবার (২১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, করলা ৭৫ টাকা, কাকরোল ও বেগুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজি এক সপ্তাহ আগে ১০–১৫ টাকা বেশি ছিল।

হাতিরপুলের খুচরা সবজি বিক্রেতা মোহম্মদ আলিম বলেন, 'পাঁচ কেজি পাইকারি বেগুন গত সপ্তাহে কিনেছিলাম ৩৫০ টাকা, আজকে কিনলাম ২৫০ টাকা। গত সপ্তাহে পাইকারিতে পাঁচ কেজি করলা কিনেছি ৪৯০ টাকায়, আজকে কিনলাম ৩৫০ টাকায়।'

সবজির সরবরাহ ভালো হওয়া দাম কমেছে বলে জানান এ বিক্রেতা।

এদিকে কাঁচামরিচের দামও কমতে শুরু করছে। গত সপ্তাহে খুচরা বাজারে ৩৫০ টাকা থেকে কমে এখন ২০০–২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে এটি।

কারওয়ান বাজার এলাকার খুচরা বিক্রেতা মোহম্মদ মাজিদ বলেন, 'পাইকারি পাঁচ কেজি কাঁচামরিচের দাম গত সপ্তাহে ছিল ১,৫০০ টাকা, আজকে তা ৭০০ টাকা।'

হাতিরপুর এলাকায় ভ্যানে সবজি বিক্রি করেন মোহাম্মদ সুজন। তিনি বলেন, 'আজকে প্রায় সাড়ে চার মণ সবজি পাইকারি কিনেছি সাড়ে সাত হাজার টাকায়। এক সপ্তাহ আগে একই পরিমাণ সবজি কিনতে লেগেছে প্রায় ১০ হাজার টাকা।'

হাতিরপুল বাজারে দেশি পেঁয়াজ ৬৫ টাকা ও আলু ৪০ টাকা বিক্রি হচ্ছে।

সরকারের অনুমোদন ছাড়াই সপ্তাহখানেক আগে চিনির দাম বাড়িয়ে দেওয়ার পর মিল মালিকেরা এখনো দাম কমাননি। শুক্রবার খুচরা বাজারে চিনির দাম ছিল প্রতি কেজি ১৪০ টাকা।

তবে কোথাও কোথাও প্যাকেট চিনি ১৬০ টাকা বিক্রি হচ্ছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্যাকেট করা লাল চিনি বিক্রি হচ্ছে ১৬০ টাকা।

ট্রেডিং কর্পোরেশন অভ বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে দুই টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে মোটা চাল স্বর্ণা ও ইরি প্রতি কেজি ৪৮–৫০ টাকা বিক্রি হলেও তা এখন বিক্রি হচ্ছে ৪৮–৫২ টাকায়।

এক বছরের ব্যবধানে জিরার দাম বেড়েছে দ্বিগুণের বেশি

জিরার কেজি বর্তমানে বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। গত বছর জিরার দাম ছিল ৩৮০ থেকে ৪৫০ টাকার মধ্যে।

টিসিবি'র তথ্য বলছে, বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১,১০০ টাকা যা এক মাস আগেও ছিল ৮০০–৮৬০ টাকা। এক বছরের ব্যবধানে জিরার দাম বেড়েছে ১৩৮ দশমিক ৩৭ শতাংশ।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.