দুর্গম ঈদযাত্রা: হিউম্যান ২৪’র উদ্যোগে বিনামূল্যে বাড়ি ফিরছে সন্দ্বীপের শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 June, 2023, 02:15 pm
Last modified: 27 June, 2023, 02:16 pm
বিনামূল্যে ঈদযাত্রা সার্ভিস নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রের তথ্য দিয়ে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। অফলাইনেও চট্টগ্রামের হালিশহরের নির্ধারিত দুটি ঠিকানায় রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রাখা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ২৪ এর উদ্যোগে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীরা বিনামূল্যে ঈদযাত্রায় বাড়ি ফিরছে।

উপকূলীয় এই উপজেলার শিক্ষার্থীদের জন্য এ নিয়ে দ্বিতীয়বারের মত বিনামূল্যে ঈদযাত্রার ব্যবস্থা করেছে সংগঠনটি।

এই কর্মসূচির আওতায়, সোমবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা কুমিরা-গুপ্তছড়া নৌ-রুট দিয়ে সন্দ্বীপ পৌঁছেছে।

প্রথমে শিক্ষার্থীদের চট্টগ্রামের হালিশহর থেকে বাসযোগে সীতাকুণ্ডের কুমিরাতে নেওয়া হয়। এরপর কুমিরা থেকে নৌ-পথে স্টিমার এমভি আইভি রহমান যোগে সন্দ্বীপের গুপ্তছড়ায় নেওয়া হয়।

চট্টগ্রাম থেকে আজ এবং কালও এই কর্মসূচি চলবে।

শিক্ষার্থীদের ঈদ যাত্রা উপলক্ষ্যে চট্টগ্রামের হালিশহরে সোমবার সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিউম্যান ২৪ এর প্রধান নির্বাহী সালেহ নোমান, বিশিষ্ট সমাজকর্মী গাজী মোহাম্মদ আনিসুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শোয়াইব উদ্দিন হায়দার, তাহের- মনজুর কলেজের অধ্যক্ষ মোকতাদের আজাদ খান, সন্দ্বীপ ইয়ুথ ক্লাবের সভাপতি মাহবুবুল মাওলা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী নুরুল ইসলাম শিমুল।

এসময় সালেহ নোমান বলেন, "সন্দ্বীপে যাতায়াত যেমন কষ্টসাধ্য তেমনি ব্যয় সাপেক্ষ। এ কারণেই শিক্ষার্থীদের বাড়ী ফেরায় কিছুটা স্বস্তি দেওয়ার জন্য বিনামূল্যে ঈদ যাত্রার আয়োজন করা হয়েছে।  

বিনামূল্যে ঈদ যাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী মোহাম্মদ হাসিম বলেন, "মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে সন্দ্বীপের শিক্ষার্থীদের হাতে সময় নিয়ে চট্টগ্রাম শহরে আসতে হয়। চট্টগ্রাম শহরে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে উদ্যোগ নেওয়া প্রয়োজন।"

বিনামূল্যে ঈদযাত্রা সার্ভিস নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রের তথ্য দিয়ে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। অফলাইনেও চট্টগ্রামের হালিশহরের নির্ধারিত দুটি ঠিকানায় রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রাখা হয়েছে।

কর্মসূচিতে সহযোগীতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিলটন এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ব্যবসায়ী আফতাব খান অমি।

গত ঈদেুল ফিতরের সময় সন্দ্বীপের শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে যাতায়াত সেবার এই কর্মসূচি চালু হয়।

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.