সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন, গরিবের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

বাসস
22 April, 2023, 09:20 am
Last modified: 22 April, 2023, 09:43 am
এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আপনারা সবাই ভালো ও নিরাপদে থাকবেন, ঈদ মোবারক।”

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে কাছের মানুষ এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষদের সঙ্গে ভাগ করে নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২১ এপ্রিল) এক ভিডিও বার্তায় দেশের মানুষের প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, "ঈদ মানেই আনন্দ। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।"

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতরের প্রাক্কালে প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "আপনারা সবাই ভালো ও নিরাপদে থাকবেন, ঈদ মোবারক।"

তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর এসেছে। ঈদ-উল-ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.