আজ থেকে সারা দেশে পুলিশের বিশেষ অভিযান

বাংলাদেশ

01 December, 2022, 04:45 pm
Last modified: 01 December, 2022, 04:50 pm
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি আগামী ১০ ডিসেম্বর সারা দেশের নেতাকর্মীদের নিয়ে রাজধানী ঢাকায় গণসমাবেশ করতে যাচ্ছে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, এই গণসমাবেশকে কেন্দ্র করেই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।

ডিসেম্বর মাসের প্রথম দিন আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ পুলিশ। দুই সপ্তাহব্যাপী এই অভিযান চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে, সকল মহানগরীর পুলিশ কমিশনার, ৬৪ জেলার পুলিশ সুপার, সকল রেঞ্জের (বিভাগ) উপ-মহাপরিদর্শকদের এই বিশেষ অভিযান পরিচালনা করতে বলা হয়েছে।  

চিঠিতে আরো বলা হয়েছে, প্রতিদিনের অভিযানে আটক, গ্রেপ্তার করা আসামি ও উদ্ধার করা অস্ত্রের সংখ্যা জানিয়ে- পরদিন সকাল দশটার মধ্যে পুলিশ সদর দপ্তরকে জানাতে বলা হয়েছে।  

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি আগামী ১০ ডিসেম্বর সারা দেশের নেতাকর্মীদের নিয়ে রাজধানী ঢাকায় গণসমাবেশ করতে যাচ্ছে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, এই গণসমাবেশকে কেন্দ্র করেই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।

তবে চিঠিতে বলা হয়েছে, গত ২০ নভেম্বর ঢাকার প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় পুলিশি হেফাজত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামী ছিনিয়ে নেয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস, বড়দিনের নিরাপত্তাকে সামনে রেখেই এই অভিযান। 

বিজয়ের মাসকে নিরাপদ রাখতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপারাধীদের লুকিয়ে থাকার স্থানসমূহে কার্যকর অভিযান পরিচালনা করা হবে।  পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারী, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা রয়েছে।  

জঙ্গিদের গ্রেপ্তারে চলমান অভিযানকে জোরদার করার পাশাপাশি বিশেষ উদ্দেশ্যে পরিচালিত অভিযানে এরমধ্যে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ও উদ্ধারকৃত মালামাল সম্পর্কেও জেলা এবং ইউনিট থেকে সংগৃহীত তথ্য পুলিশ সদর দপ্তরে পাঠাতে বলা হয়েছে। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.