দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়: ফখরুল

বাংলাদেশ

26 November, 2022, 08:10 pm
Last modified: 27 November, 2022, 12:19 pm
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ২০১৪ সালে ভোট চুরি করে এবং ২০১৮-তে নির্বাচনের আগের রাতে ব্যালটবক্স ভর্তি করে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনও তারা একইভাবে করার কথা ভাবছে। কিন্তু এবার এমনটা হতে দেওয়া হবে না।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিতে হবে। তা নাহলে কোনো দলই আগামী নির্বাচনে যাব না।

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে ফখরুল বলেন, 'আওয়ামী লীগ ২০১৪ সালে ভোট চুরি করে এবং ২০১৮-তে নির্বাচনের আগের রাতে ব্যালটবক্স ভর্তি করে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনও তারা একইভাবে করার কথা ভাবছে। কিন্তু এবার এমনটা হতে দেওয়া হবে না।'

শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল বলেন, 'তারা সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। যেভাবে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে। তারা গোটা দেশকে কারান্তরীণ করে রেখেছে।'

এই বিএনপি নেতা বলেন, 'খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের উদ্দেশ্যেই আজকের এই সমাবেশ।'

বিএনপির নিহত কর্মীদের স্মরণ করে ফখরুল বলেন, 'তারা বিনা কারণে আমাদের ভাই, আমাদের ছেলেকে হত্যা করেছে। আজকে সমগ্র বাংলাদেশে শোকের আগুন। আজ তারা দেশের মানুষকে ভাতে মারছে, পানিতে মারছে। আজ দেশের মানুষ এই জালিম সরকারের পতন চায়।'

ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশ বন্ধ করার জন্য আওয়ামী লীগ বিএনপির নেতাদেরি বিরুদ্ধে মামলা ও রেইড দিচ্ছে বলেও দাবি করেন তিনি। 

তিনি বলেন, প্রথমে সরকার বিএনপিকে ঢাকার ভেতরে সমাবেশ করার অনুমতি দিতে রাজি হয়নি। তারা তখন পূর্বাচলে সমাবেশ করার প্রস্তাব দেয়, এখন সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়ার কথা বলছে।

ফখরুল বলেন, নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত থেকে তারা পিছিয়ে আসবেন না।

সম্প্রতি বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, 'বিদ্যুতের দাম তারা আবার বাড়িয়েছে। আর কত বাড়াবেন? একটা জিনিসও নাই, যেটার দাম বাড়ানো হয়নি। কারও বেতন বাড়েনি। ওদের টাকা বেড়েছে। ওরা ফুলে মোটা হয়ে গেছে। কোথাও কিছু রাখেনি।' 

দেশ থেকে গত দশ বছরে ৮৬ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে বলেও দাবি করেন ফখররুল। এই দশ বছর কারা ক্ষমতায় ছিল, এ প্রশ্ন রাখেন তিনি।

রিজার্ভ কমে যাওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, 'তারা [সরকার] রিজার্ভ চিবিয়ে খায়নি, গিলেই খেয়ে ফেলেছে।'
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.