ইউএনওকে স্টুপিড বললেন বরিশাল সিটি মেয়র সাদিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 October, 2022, 06:40 pm
Last modified: 17 October, 2022, 06:54 pm
ভিডিওতে দেখা যায়, ভোটকক্ষে একে একে প্রবেশের অনুরোধের জবাবে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ‘এখানে যারা এসেছেন সবাই ভোটার, এখানে ভোটার ছাড়া কোনো লোক নাই।’ এ সময় ইউএনও বলেন, , ‘প্লিজ, একজন একজন করে ভেতরে ঢুকুন।’ 

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সঙ্গে তর্কে জড়ান। ইউএনও মনিরুজ্জামানকে স্টুপিড বলে সম্বোধন করেন তিনি। 

সাদিক আবদুল্লাহর নিজের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

সোমবার সকাল নয়টার কিছু পরে মেয়র ভোট দেওয়ার জন্য বরিশাল জিলা স্কুল কেন্দ্রে যান। এ সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তার সঙ্গে ছিলেন।

ভোটকক্ষের দরজায় একজন কর্মকর্তা তাদের একে একে ভোটকক্ষে প্রবেশের অনুরোধ করেন। তখন ইউএনও মো. মনিরুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।

ভিডিওতে দেখা যায়, ভোটকক্ষে একে একে প্রবেশের অনুরোধের জবাবে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, 'এখানে যারা এসেছেন সবাই ভোটার, এখানে ভোটার ছাড়া কোনো লোক নাই।' এ সময় ইউএনও বলেন, , 'প্লিজ, একজন একজন করে ভেতরে ঢুকুন।' 

তখন মেয়র সাদিক আবদুল্লাহকে বলেন, 'সমস্যা কোথায় আপনার? আমি কি ঢুকছি, আমি কি ভেতরে ঢুকছি? শুরু থেকে কেন সিনক্রিয়েট করছেন আপনারা? আপনি কে?' 

এরপর ইউএনও মনিরুজ্জামান নিজের পরিচয় দিলে মেয়র তাকে উদ্দেশ্যে বলেন, 'আপনি কী বলতে চান? আমি কি ভেতরে ঢুকছি? আপনি প্লিজ প্লিজ করতেছেন, আপনি কী বলতেছেন, আমি কি বুঝি না, আমি কি বাচ্চা শিশু নাকি?' 

বিব্রত হয়ে ইউএনও মেয়রকে বলেন, 'স্যার, আমি এটা বলিনি।'মেয়র সাদিক আবার বলেন,  'স্টুপিডের মতো কথা বলেন।' 

মেয়রের সঙ্গে থাকা নগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীর ইউএনওকে বলেন, 'এই হচ্ছে মেয়র, আমি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, এই হলো সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। এখানে যারা এসেছেন, সবাই সিটি করপোরেশনের কাউন্সিলর।'
 
ইউএনও বলেন, 'আমি আপনাদের কিছু বলিনি।' তখন মেয়র সাদিক আবদুল্লাহ ইউএনওর উদ্দেশ্যে বলেন, 'আপনি কী বলতেছেন, আপনি কী বোঝাতে চান?'

এরপর ইউএনও বলেন, 'স্যার, আমি আপনাদের কিছু বলিনি।' সাদিক আবদুল্লাহ বলেন, 'তাহলে আপনি কী বলতেছেন? আমি কি ভেতরে গেছি নাকি। আসার পর থেকে ওখান থেকে একেকজন বলতেছেন আপনারা। ফাজলামি করেন নাকি? আপনি কানে কথা শোনেননি। যেভাবে ভাবটা করেন, তাতে বোঝায় দল বাঁইধা ঢুকতেছি। ভোটার হইছে ১৭৪ জন। তাহলে সমস্যা কোথায় আপনাদের?'

ইউএনও আবার বলেন, 'স্যার আপনাকে বলিনি।'এরপর মেয়র সাদিক আবদুল্লাহ ভোট দিতে কক্ষে ঢোকেন এবং ভোট দেন।

এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইউএনও মো. মনিরুজ্জামান। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.