শীতলক্ষ্যায় নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2022, 01:05 pm
Last modified: 15 October, 2022, 01:33 pm
এক প্রত্যক্ষদর্শী জানান,  মাঝ নদীতে গিয়ে ফেরির সাথে ধাক্কা লেগে এক পাশ কাত হয়ে ডুবে যায় নৌকাটি।

শুক্রবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

রাত সাড়ে ১০টার দিকে শহরের নবীগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহ পরান জিম, ফরহাদ শাওন এবং রিফাত; তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।

নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফোরকান উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতদের মধ্যে ফরহাদ ও রিফাত কলেজ ছাত্র এবং শাহপরান একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী।

গতকাল সকালে নবীগঞ্জ ফেরি ঘাট থেকে প্রায় ১৩ জন নৌকায় করে হাজীগঞ্জ ঘাটে যায়।

এসআই ফোরকান উদ্দিন বলেন, "নৌকা ডুবে তিনজন মারা গেছে। বাকিরা সাঁতরে তীরে উঠে আসতে পেরেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।"

নৌকাটিতে ৭/৮জন যাত্রী ছিলো জানিয়ে এই কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারন বা কি জন্য নৌকাটি ডুবেছে তা এখন বলা যাচ্ছে না। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

তবে মো. উজ্জল হোসাইন নামের এক প্রত্যক্ষদর্শী জানান,  মাঝ নদীতে গিয়ে ফেরির সাথে ধাক্কা লেগে এক পাশ কাত হয়ে ডুবে যায় নৌকাটি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. ফখরুদ্দিন আহম্মদ জানান, রাত ১১টার দিকে দুটি এবং মধ্যরাতে আরেকটি লাশ উদ্ধার করা হয়।

নৌকার ধারণক্ষমতার বেশি যাত্রী বহনের অভিযোগে মাঝি আলমগীরকে আটক করা হয়েছে বলে জানান এসআই ফোরকান উদ্দিন।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.