বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকদের তালিকা বানাচ্ছে পুলিশ

বাংলাদেশ

01 October, 2022, 12:35 pm
Last modified: 01 October, 2022, 04:24 pm
দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা তাদের অধীনস্থ সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিএনপি-জামায়াত ও অনান্য সরকার বিরোধী সংগঠনের পৃষ্ঠপোষক, অর্থ যোগানদাতাদের তালিকা চেয়ে চিঠি দিয়েছেন। এমনকি তালিকায় বিএনপি নেতাদের নাম-ঠিকানার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র নম্বরও সংগ্রহ করা হচ্ছে।

সারা দেশে এবার বিএনপি, জামায়াত ও বিরোধীদলের কর্মসূচি সফল করতে কাজ করা ব্যক্তিবর্গ, রাজনৈতিক সংগঠনগুলোর অর্থযোগানদাতা, জনবল সংগঠক ও সহযোগীদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে পুলিশ।

গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) রাজনৈতিক শাখা থেকে ৬৪ জেলার পুলিশ সুপার ও মহানগরের পুলিশ কমিশনারের কাছে বিএনপিসহ অনান্য বিরোধীদলের কর্মসূচি সফল করতে যারা কাজ করছে তাদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এরকম নির্দেশনার আলোকে অনেক জেলার পুলিশ সুপাররা জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিএনপি-জামায়াত ও অনান্য সরকার বিরোধী সংগঠনের পৃষ্ঠপোষক, অর্থ যোগানদাতাদের তালিকা চেয়ে চিঠি দিয়েছেন।

জেলা পর্যায়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো এরকম নির্দেশনার কপি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে রয়েছে।

সারা দেশের অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা (পুলিশ সুপার ও মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার) বিরোধীদলের অর্থ যোগানদাতাদের নাম-ঠিকানা সংগ্রহের বিষয়টির সত্যতা টিবিএসকে নিশ্চিত করেছেন।

চিঠিতে প্রতিটি জেলায় কমপক্ষে আটজনের নাম-ঠিকানা, মোবাইল নম্বর ও জাতীয়পরিচয়পত্র নম্বর সংগ্রহ করে ওই জেলার বিশেষ শাখায় (ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ-ডিএসবি) শাখায় পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সাথে উপজেলা পর্যায়ে কমপক্ষে পাঁচজন পৃষ্ঠপোষক, পৌরসভা পর্যায়ে ৫ জন ও ইউনিয়ন পর্যায়ে কমপক্ষে পাঁচজন করে বিএনপি-জামায়াত ও সরকার বিরোধীদের অর্থযোগান দাতাদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।

বরিশাল রেঞ্জের একজন জেলা এসপি নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমি চিঠি পেয়েছি এবং যারা দলীয় কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করছে তাদের খতিয়ে দেখছি।

"আমরা তাদের সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করার পরে একটি প্রতিবেদন জমা দেব তবে এটি একটি নিয়মিত তদন্ত। এই বিষয়ে ব্যক্তিদের হয়রানি, জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করা হবে না," বলেন তিনি।

তবে বিশেষ শাখার উপ-মহাপরিদর্শক (রাজনৈতিক) এজেডএম নাফিউল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি টিবিএসকে বলেন, "কোনো নেতা-কর্মী মারা গেছে কিনা বা তাদের অবস্থান ছেড়েছে কিনা তা পরীক্ষা করার জন্য আমরা প্রতি দুই-তিন মাসে রাজনৈতিক দলগুলোর অবস্থা আপডেট করি। এছাড়া দলগুলোর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্যও আমাদের হালনাগাদ করতে হবে।"

"এটা নিত্যনৈমিত্তিক কাজ। আমরা এটা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা অন্য সব দলের ক্ষেত্রেই করে থাকি," বলেন তিনি।

পুলিশের বিশেষ শাখা এসবি'র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেছেন, প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের ব্যক্তিদের তালিকা করা হয়।

"নির্বাচনের আগে যাতে, জ্বালাও-পোড়াও ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য আগে থেকে এসব ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়। এমনকি তাদের মধ্যকার আর্থিক লেনদেনও নজরদারিতে রাখা হয়। সর্বোপরি, দেশের স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন তালিকা করার উদ্যোগ নেওয়া হয়েছে," বলেন তিনি।

চট্টগ্রাম বিভাগের একটি জেলার পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করলেও তিনি বিএনপি জামায়াতের অর্থ যোগানদাতাদের তালিকা তৈরির বিষয়ে সরাসারি কোন মন্তব্য করতে চাননি।

আরো অনেক পুলিশ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হন নি।

এদিকে, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান টিবিএস'কে বলেন, "এ ব্যাপারে আমাদের কোন মন্তব্য নেই। এমন নির্দেশনা যদি এসেও থাকে এটা একেবারেই আমাদের নিজস্ব ব্যাপার। আমাদের ইন্টার্নাল কাজের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইতে পারেন না।"

এদিকে, ঢাকা মহানগর ও চট্টগ্রামে বিএনপি ও এর সহযোগী সংগঠনের পদধারী নেতাদের তালিকা করছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের ১৬ থানায় এই তালিকা করা হচ্ছে বলে একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তালিকায় বিএনপি নেতাদের নাম-ঠিকানার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র নম্বরও সংগ্রহ করা হচ্ছে।

সম্প্রতি, জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ডিএমপির ৫০টি থানা এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের হালনাগাদ তালিকা করার নির্দেশ দেন।

একই সাথে, কমিটির তালিকার বাইরে কোন নেতাকর্মীর বিরুদ্ধে কতটি মামলা, কি কি মামলা ও তাদের বর্তমান অবস্থান সর্ম্পকে জানাতে বলা হয় নির্দেশনায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন টিবিএস'কে বলেন, "পুলিশ অনেক আগে থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে দমন-পীড়ন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই দমন-পীড়ন ও চাপ বাড়াতেই এমন তালিকা করছে পুলিশ। নেতাকর্মীদের তো গ্রেপ্তার, নির্যাতন করছেই, এবার শুভাকাঙ্খী ও পৃষ্ঠপোষকদেরও ছাড় দিবে না তারা।"    

 

 

 

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.