ঢাবিতে ছাত্রদলের নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১০
জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মীদের হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রদলের ঢাবি শাখার নেতা-কর্মীরা উপাচার্যের সঙ্গে দেখা করতে এলে ঘটনার সূত্রপাত হয়।
ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, হামলায় আমাদের অন্তত ১০-১৫ জন কর্মী আহত হয়েছে। তাদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাবির স্যার এ এফ রহমান হলের কাছে ছাত্রলীগের নেতাকর্মীরা রড, হকিস্টিক, লাঠি, স্ট্যাম্প নিয়ে হামলা চালালে সংঘর্ষে ছাত্রদলের অন্তত সাতজন কর্মী আহত হন বলে অভিযোগ করেন দলটির নেতারা।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ছাত্রদলের ঢাবি ইউনিটের নবনির্বাচিত নেতাদের ঢাবি ভিসি অধ্যাপক ডক্টর আক্তারুজ্জামানের সাথে দেখা করতে বলা হয়েছিল, যাওয়ার পথে হামলার মুখে পড়েন তারা।
এর মধ্যেই পরে বিকেলে উপাচার্যের সঙ্গে বৈঠকও করেছে ছাত্রলীগ।
ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসের প্রবেশপথে ছাত্রদলের নেতাদের প্রবেশ ঠেকাতে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
২০১০ সালে ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয় ছাত্রদল এবং সর্বশেষ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আগ পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশের কোনো সুযোগ পায়নি।
২০১৯ সাল থেকে ছাত্রদলের সদস্যরা ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালালেও এ বছরের ২৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষে ছাত্রদল ছাত্রলীগের কয়েক ডজন নেতা-কর্মী আহত হয়। সংঘর্ষের পর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের সর্বত্র অবস্থান নেয়।