অবসরে যাচ্ছেন আইজিপি বেনজীর আহমেদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ তার পদ থেকে অবসর গ্রহণ করতে যাচ্ছেন।
আগামী ৩০ সেপ্টেম্বর বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি থেকে অবসর নিতে হচ্ছে তাকে।
সরকারি নিয়ম অনুযায়ী, একজন কর্মকর্তা ৬০ বছর বয়সে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক এই মহাপরিচালক (ডিজি) ২০২০ সালের ৮ এপ্রিল আইজিপি হিসেবে নিযুক্ত হন।