নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, আটক ৩
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলা ও রত্তাক্ত করার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌমুহনীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এসময় পুলিশ বিএনপির মিছিলে বাধা দেয় এবং মিছিল থেকে ৩ কর্মীকে আটক করে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পূর্ব বাজার থেকে বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌরসভা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, চৌমুহনী এস এ কলেজ ছাত্রদলের ব্যানারে একটি মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান দিপুর নেতৃত্বে চৌমুহনী পূর্ব বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলটি কিছু দূর আসার পর তাতে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশ ব্যানারটি নিয়ে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়ে ঘটনাস্থল থেকে বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, বিএনপির নেতকর্মীরা মিছিল বের করে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।