এলপিজির দাম বাড়ল ১৬ টাকা
সেপ্টেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম প্রতি কেজিতে ১৬ টাকা বাড়ানো হয়েছে।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে।
১২ কেজির এলপিজির দাম এখন ১,২৩৫ টাকা যা গত আগস্টেও ১,২১৯ টাকা ছিল।
এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের সৌদি আরামকোর সিপি মূল্যের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দিয়েছে।
সৌদি আরবীয় প্রতিষ্ঠান আরামকো এলপিজির এই দুই কাঁচামালের মূল্য প্রতিমাসেই প্রকাশ করে থাকে যা সৌদি কার্গো প্রাইজ (সিপি) নামে পরিচিত। বিইআরসি সৌদি সিপির ওপর ভিত্তি করে দেশে এলপিজির দাম নির্ধারণ করে থাকে।
এর আগে আগস্টে সরকার বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম প্রতি কেজি ২.৯০ টাকা কমিয়ে আগস্ট মাসের জন্য ১০১.৬২ টাকা করে।
জুলাইয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,২৫৪ টাকা থেকে কমে আগস্টে ১,২১৯ টাকায় নেমে আসে।