সিলেটে অটোরিকশা লেগুনা সংঘর্ষে নিহত ৩

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ে পিক আপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- লুৎফুর রহমান ও তার স্ত্রী জলি বেগম ও হউনুস মিয়া। নিহত লুতফুর গোলাপগঞ্জের চারখাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাবেক মেম্বার। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী।
এ দুর্ঘটনার আরও দুজন আহত হয়েছেন জানিয়ে গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আর নিহতদের মরদেহ একই হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
ওসি বলেন, দুর্ঘটনার পর থেকে পিক আপ চালক পলাতক রয়েছেন। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।